টিভি পর্দায় কয়েকশ ঈদের নাটক

ঈদের নাটক টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2023, 06:48 AM
Updated : 21 April 2023, 06:48 AM

ঈদ মানেই টেলিভিশন চ্যানেলগুলোতে একের পর এক নতুন নাটক, এবারও ঈদ ঘিরে তিন শতাধিক নাটক নির্মিত হয়েছে দেশে। 

নাটকগুলো টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এসব নাটকে অভিনেতা অপূর্ব, মোশাররফ করিম, সাবিলা নূর, হিমি, নিলয়সহ অনান্য তারকা শিল্পীরা প্রাধান্য পেয়েছেন। 

শীর্ষে অপূর্ব 

ঈদে সর্বোচ্চ সংখ্যক নাটকে অভিনয় করেছেন অপূর্ব। টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে ৩০টি নাটকে দেখা যাবে তাকে। এর মধ্যে আছে ‘রুনু ভাই ৩’, ‘প্রীতি মাই লাভ’, ‘জোছনাহারা’, ‘পথে হলো পরিচয়’, ‘সারপ্রাইজ’, ‘ডিয়ার ভিলেন’, ‘প্রিয় পরিবার’ ইত্যাদি। 

মোশারফের চমক ‘ওসি হারুন’

মোশাররফ করিমের নাটকেও ঈদে দর্শকের বাড়তি ‘আগ্রহ’ থাকে। তবে মোশাররফ করিম এবার ঈদে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হয়েছে ‘মহানগর ২’ সিরিজ নিয়ে। এটিই তার বড় ‘চমক’। যেখানে ওসি হারুন হয়ে প্রথম সিজনের যাবতীয জিজ্ঞাসার ‘অবসান’ ঘটাবেন তিনি। 

এছাড়া বেশ কিছু টিভি নাটকেও দেখা যাবে মোশাররফকে। ঈদে ১৫টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।  

আরটিভিতে ২২ নাটক 

ঈদে ২২টি নাটক দেখানোর পরিকল্পনা নিয়েছে আরটিভি, এগুলোর মধ্যে ৩টি সাত পর্বের ধারবাহিক আছে। 

আরটিভির অনান্য নাটকের মধ্যে রয়েছে ‘বিরতিহীন যাত্রা’, ‘আমাদের মধ্যে প্রেম ছিলো’, ‘ভুল বুঝো না’, ‘অযথা’, ‘এই পিরিতি সেই পিরিতি নয়’, ‘চোখের ক্ষুধা ’, ‘ঘুম’, ‘৫২/ঘ’। ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘তিন টেক্কা’।

হৈ হৈহল্লা- সিজন ২’ ‘দূরন্ত টিভিতে 

দুরন্ত টিভিতে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘হৈ হৈহল্লা- সিজন ২’। নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার এবং মূল ভাবনা ও নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। 

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, কাওসারসহ আরও কয়েকজন। অন্যান্য চরিত্রে-আবুল হায়াত, শাহানাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়, ফরহাদ লিমনসহ আরও অনেকে। 

‘দুরন্ত’র ৫ দিনের ঈদ আয়োজনে‘হৈ হৈ হল্লা-সিজন ২’ ধারাবাহিক নাটকটি দেখা যাবে দুপুর ২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে। 

একক ও ধারাবাহিক নাগরিকে 

নাগরিক টিভির ঈদ আয়োজনে দেখা যাবে ১৬টি নাটক। এরমধ্যে দুটি ৭ পর্বের ধারাবাহিক এবং ১৪টি একক নাটক দিয়ে সাজানো হয়েছে ঈদ উৎসব। 

ঈদের দিন থেকে টানা সাতদিন রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘লাভ ট্রিপ’। নাজমুল রনির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নাদিয়া মীমসহ অনেকে। 

ঈদের দিন থেকে টানা সাতদিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘প্যারাডাইস লস্ট’। আদিত্য জনির পরিচালনায় এতে অভিনয় করেছেন মায়মুনা মম, হোসাইন নিরব, শহীদুজ্জামান সেলিম সহ অনেককে। 

ছাড়া ঈদের দিন থেকে টানা সাতদিন ১৪টি বিশেষ নাটক থাকছে এ চ্যানেলে। এগুলোর মধ্যে রয়েছে, গুন্ডা ফ্যামিলি, কবিতার চার লাইন, হিসেবি বউ, চুক্কু ড্রাইভার, আশিকী, মাই ডিয়ার হাজবেন্ড, জার্নি বাই লাভ, ফিটিং স্মাইল, আই লাভ ইউ ট্যু, হাসিতে ফাঁসি, বিয়ের মিশন, প্রেমের হাফ সেঞ্চুরী, ব্যাচেলর কাপল ও ব্রেকফেল নবাব।

চ্যানেল আইয়ের আটদিন

চ্যানেল আইয়ে আট দিনব্যাপী ঈদ আয়োজনে প্রচার হবে ১৫টি নাটক। ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের গল্পে নির্মিত রেজানুর রহমানের নাটক ‘যে জন মনের ভাব জানে না’। এ নাটকে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সুমনা সোমা, মোহাম্মদ বারী প্রমুখ। 

ঈদের দিন ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘ঝগড়াপুরের পিরিতি’। চিত্রনাট্যকার মাসুম রেজার রচনায় এটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয় আলমগীর, সারওয়াত আজাদ বৃষ্টি, মাসুম বাশার, চিত্রলেখা গুহ প্রমুখ।

রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘ওলট পালট’পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে আবুল হায়াত, শিরিন আলম, রওনক হাসান, জাকিয়া বারী মম প্রমুখ। প্রচার হবে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে। 

চ্যানেল আইয়ের আরও কিছু নাটকের মধ্যে ভিকি জাহেদের ‘শব্দ প্রেম’, মাশরিকুল আলমের ‘কদমবনে বৃষ্টি’ উল্লেখযোগ্য। 

হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’ 

প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পাশাপাশি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। এবারও ব্যতিক্রম হয়নি। তার এবারের ঈদের নাটক ‘বাড়িঘর আপন পর’।

এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পুলক ও রিয়াদ। 

মাছরাঙায় তিন নাটক

মাছরাঙা টেলিভিশনের পর্দায় থাকছে একক নাটক ‘গুনগুনিয়ে’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিণ প্রমুখ। প্রচার হবে ঈদের দিন রাত ৮টায়। 

দ্বিতীয় দিন রাত ৮টায় একক নাটক ‘ফেইক হানিমুন’ প্রচার হবে । মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ, তাসনিয়া ফারিণসহ অনান্যরা। 

নাটক ‘সুভাষিনী’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টায়। এটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল প্রমুখ।  

বৈশাখীতে একক-মেগা-ধারাবাহিক 

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে ২২টি নাটক। নাটকগুলোর মধ্যে ৮টি একক এবং ৭ পর্বের ৬টি ধারাবাহিক এবং ৮টি মেগা। 

একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে। যার মধ্যে রয়েছে আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত, অহনা রহমান অভিনীত ‘জামাই বাজার-৩’, জাহিদ হাসান, নাজিয়া হক অর্ষা অভিনীত ‘দুই জামাই’ ও আল হাজেন পরিচালিত রাশেদ সীমান্ত ও তানজিকা আমিন অভিনীত ‘হাবুর স্কলারশিপ’ এবং একই পরিচালকের একক নাটক ‘কন্ট্রাক্ট ম্যারেজ’।  

অনান্য 

ইদানিং সিনেমা এবং ওটিটির কাজের ব্যস্ততায় টেলিভিশনে খুব বেশি কাজ করেন না চঞ্চল চৌধুরী। এই ঈদে মাত্র দুটি ‘খণ্ড’ ধারাবাহিক ও একটি টেলিছবিতে দেখা যাবে তাকে। এছাড়া অভিনেত্রী সাফা কবির এবার ১০টির বেশি নাটকে অভিনয় করেছেন। 

আরও পড়ুন

Also Read: নতুন গানে মাতবে ঈদ