রুনার শেষ পরিণতি কী, সেই গল্পই হইচইয়ে দেখা যাবে আগামী ২৮ মার্চ।
Published : 22 Mar 2025, 10:17 PM
নির্মাতা আশফাক নিপুণের ঈদের আসন্ন ওয়েব সিরিজ 'জিম্মির' ট্রেইলার প্রকাশ পেয়েছে, যেখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রী জয়া আহসানের।
হইচই বাংলাদেশের ফেইসবুক পেইজে প্রকাশ পাওয়া দুই মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেইলারে দেখা গেছে, টাকার মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা; ছুটছেনও টাকার জন্য। সেই সঙ্গে তার জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সাধারণ সরকারি চাকরিজীবী রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এত টাকা তিনি পেলেন কোথায়? এই প্রশ্ন ঘুরে বেড়ায় তার স্বামীর মনেও।
এক পর্যায়ে এই টাকা ফেরত পেতে চারপাশ থেকে নানা চাপ আসে রুনার কাছে। রুনার শেষ পরিণতি কী, সেই গল্পই হইচইয়ে দেখা যাবে আগামী ২৮ মার্চ।
সিরিজটির ট্রেইলার প্রকাশ করে হইচই লিখেছে, "একটা সাধারণ স্বপ্ন, এক মধ্যবিত্ত মেয়ে, আর এক রহস্যময় বাক্স, যা বদলে দিল সব! রুনা লায়লার জন্য কী অপেক্ষা? মুক্তি, নাকি সর্বনাশ?"
নিজের চরিত্র নিয়ে জয়ার ভাষ্য, যেসব চ্যালেঞ্জিং চরিত্র তিনি পছন্দ করেন, রুনা লায়লার চরিত্রে তা ছিল।
"আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সঙ্গে এটা আমার প্রথম কাজ, নিপুণ যেভাবে, যা যা বলেছে আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেইলারে কিছুটা দেখতে পেয়েছেন। বাকিটা দর্শকের ওপর, মুক্তির পর তারা বলবেন রুনাকে কেমন লেগেছে।"
‘মহানগর’ ও ‘সাবরিনা’র পর দর্শকদের জন্য 'জিম্মি' সিরিজ নিয়ে হাজির হচ্ছেন আশফাক নিপুণ।
নতুন সিরিজ নিয়ে নিপুণ বলেন, "আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা ট্রেইলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শককে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।"
‘জিম্মি’তে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকেরকে। সিরিজটি নিয়ে তিনি বলেন, "আমার চরিত্রটা বেশ মজার। আগেই কিছু বলতে চাই না। পরিচালক নিপুণকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তিনি প্রতিটা চরিত্র এমন দুর্দান্ত করে বোনেন যে দর্শকের মনে দাগ কাটতে বাধ্য।"
সিরিজের আরেকটি চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয়কে। ‘জিম্মি’তে কাজের অভিজ্ঞতা জানিয়ে জয় বলেন, "পরিচালক নিপুণের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব।
“তিনি আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন, যা আমার ক্যারিয়ারে করা অন্যতম সেরা। সেই সঙ্গে জয়া আহসান, ইরেশ যাকেরসহ অনেকেই কাজটাকে সহজ করেছেন।"
জিম্মি সিরিজে অভিনয় করেছেন রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুও।