২৫ জানুয়ারি মুক্তির পর পাঁচ দিনে ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে শাহরুখ খানের ‘পাঠান’।
Published : 30 Jan 2023, 04:27 PM
এবার পর্দায় নয় সমাসামনি ভক্তদের দেখা দিলেন শাহরুখ খান; মুম্বাইয়ের বাড়ি মান্নাতের ছাদে উঠে ভক্ত-অনুরাগীদের হৃদয় ‘জুড়ালেন’ শাহরুখ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার মান্নাতের বাইরে সন্ধ্যা থেকেই উৎসুক ভক্তদের ভিড় জমতে শুরু করে। অবশেষে বাসার ছাদে এসে দাঁড়ান কালো পোশাক পরা কিং খান। এসেই দুহাত প্রসারিত করে তার বিখ্যাত ‘পোজ’ দিয়ে ভালোবাসা জানান ভক্তদের প্রতি।
এ সময় বেজে ওঠে ‘পাঠান’ সিনেমার ‘ঝুমে জো পাঠান’ গানটি, নাচের তালে পা মেলান শাহরুখ। করজোড়ে ধন্যবাদ জানানোর পাশাপাশি অজস্র উড়ন্ত চুমু ছুঁড়ে দেন ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে।
পাঠানকে বলা হচ্ছে শাহরুখ খানের প্রত্যাবর্তনের সিনেমা। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘জিরো’তে। তাও পাঁচ বছর আগে। ২০১৮ সালের সেই সিনেমাটি ফ্লপ হয়েছিল। এবার পাঠান দিয়ে ‘বলিউড কিং’ এর রাজসিক প্রত্যাবর্তনই ঘটল।
একই দিনে দর্শক প্রতিক্রিয়া দেখতে পাঠানের নায়িকা দীপিকা পাড়ুকোনও গিয়েছিলেন মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলের বিখ্যাত গেইটি গ্যালাক্সি পেক্ষাগৃহে। নিজেকে কালো ওভারকোট, ক্যাপ ও মাস্কে ঢেকে নিলেও ধরা পড়ে যান ক্যামেরার লেন্সে। ভিড় জমে যায় দীপিকার গাড়ির বাইরে।
পাঠান ঝড়ে ভেঙে না পড়তে শোয়ের শিডিউল বাড়িয়েছে গেইটি গ্যালাক্সি হল। দর্শকের চাপে বেলা ১২টার পরিবর্তে সকাল ৯টা থেকে শো শুরু করার সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।
এদিকে সব বিতর্ক, বয়কট ডাককে তুড়ি মেরে উড়িয়ে ক্রমেই ছুটছে ‘পাঠান’। শুটিং শুরু করেই শাহরুখ খান বলেছিলেন ‘সিটবেল্ট বেঁধে নিন, মহাসাইক্লোন আসছে’; তাইই ঘটছে। ২৫ জানুয়ারি মুক্তির পর পাঁচদিনে সিনেমাটি বক্স অফিসে ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে।
যশরাজ ফিল্মসের প্রযোজনা এবং সিদ্ধান্ত আনন্দে পরিচালিত এ সিনেমায় শাহরুখের জমজমাট অ্যাকশন মূল আকর্ষণ। এছাড়া দীপিকা পাড়ুকোনের সাথে তার রসায়নেও মুগ্ধ দর্শক। খলনায়কের অভিনয়ে জন আব্রাহাম নিজেকে তুলে ধরেছেন দারুণ দক্ষতায়।
হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় এসেছে সিনেমাটি। ‘পাঠান’ এর প্রশংসায় সাধারণ ভক্তদের পাশাপাশি বলিউড তারকারাও দারুণ উচ্ছ্বসিত। নিয়মিত তারাও ‘পাঠান’ দেখতে ছুটছেন প্রেক্ষাগৃহে।
পাঠানের পেছনের এই ১০ খবর জানে ক’জনা
কেজিএফ-২ ও বাহুবলী-২ কে টপকে পাঠানের রেকর্ড
শাহরুখের ভাষায়, প্রত্যাবর্তন নয়, বরং সামনে এগিয়ে চলা