শাহরুখের ভাষায়, প্রত্যাবর্তন নয়, বরং সামনে এগিয়ে চলা

প্রত্যাবর্তন শব্দে আপত্তি তুলেছেন ‘বলিউড কিং’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2023, 01:06 PM
Updated : 28 Jan 2023, 01:06 PM

পাঁচ বছর পর শাহরুখ খানের কোনো সিনেমা মুক্তি পেল, সেই পাঠান ঝড় বইয়ে দিয়েছে বক্স অফিসে, একে ‘বলিউড কিং’র রাজসিক প্রত্যাবর্তনই বলছেন সবাই।

তবে এই শব্দটিতে বোধ হয় আপত্তি রয়েছে শাহরুখের; তারই প্রকাশ তিনি টুইটারে ঘটিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

গত বুধবার পাঠান মুক্তি পাওয়ার পর দুই দিনেই ১০০ কোটি রুপি তুলে এনেছে। এই সাফল্য নিয়ে বলিউডে যখন মাতামাতি চলছিল, তখন ‘বলিউড কিং’ নীরবেই ছিলেন।

নীরবতা ভেঙে শুক্রবার এক টুইট করেন তিনি, তাতে লেখেন- “সাঁতরে ফিরে আসার জন্য আমি কিছু রাখিনি। আমার মনে হয়, জীবন অনেকটা তেমনই। ফিরে আসার জন্য কোনো পরিকল্পনা করতে পার না তুমি। সামনে দিকে এগিয়ে যেতেই হয়।

“তাই ফিরে এস না। বরং চেষ্টা কর, যেখানে শেষ করেছিলে, সেখান থেকেই শুরু করতে। এটা ৫৭ বছর বয়সী একজন মানুষের পরামর্শ।”

ভক্তদের উদ্দেশে এই টুইট হলেও এতে প্রত্যাবর্তন শব্দটি নিয়ে তার আপত্তি ফুটে উঠেছে।

পাঠানের সাফল্য নিয়ে কেবল শাহরুখ ভক্তরাই নয়, বলিউডের অন্য তারকারাও উদ্বেলিত।

সালমান খান শুভেচ্ছা জানানোর পাশাপাশি বক্স অফিসে ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ার শুভকামনা জানিয়েছেন। পাঠানে বলিউড ভাইজানেরও ক্যামিও উপস্থিতি ছিল। ছিল আমির খানের বোনেরও। ফলে এই সিনেমা এক দিক থেকে বলিউডের তিন খানকে যুক্ত করেছে।

ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত পাঠানে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

Also Read: পাঠান ঝড়ে ভাঙল সব রেকর্ড

Also Read: পাঠান মুক্তি পেতে ১০ দৃশ্যে কাঁটছাট