১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময়কে স্মরণ করে, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয়সংগীত গেয়ে শুরু হবে ছায়ানটের এ উৎসব।
Published : 16 Dec 2024, 12:31 AM
মুক্তিযুদ্ধের বাঙালির বিজয়ের বার্ষিকীতে বিজয় উৎসব আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি শিক্ষার প্রতিষ্ঠান ছায়ানট।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময়কে স্মরণ করে, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয়সংগীত গেয়ে শুরু হবে ছায়ানটের এ উৎসব।
সোমবার বেলা ৪টা ৩১ মিনিটে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে এ অনুষ্ঠান শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছায়ানট।
সেখানে বলা হয়, “ঊনিশশো একাত্তরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাঙালির নির্ভীক অভিযাত্রার কাহন, প্রাণহারী শত প্রতিকূলতার মধ্যেও বাঙালির আপন সংস্কৃতিতে থিতু হবার, মাথা উঁচু করে বাঁচবার কথামালা। নানান দৃষ্টিকোণ এবং একেক মাধ্যমে প্রকাশ ফিরে ফিরেই যার প্রতিফলন ঘটাবে গানে, কথায়, মুদ্রায়, অভিনয়ে।"
ছায়ানটের সঙ্গে তিন পর্বের এই আয়োজনের অতিথি সঙ্গী হিসেবে আছে বাচিকশিল্প চর্চার প্রতিষ্ঠান কণ্ঠশীলন এবং সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষার প্রতিষ্ঠান নালন্দা উচ্চ বিদ্যালয়।
সকলের জন্য উন্মুক্ত এই উৎসবে গীতিনৃত্যালেখ্য ‘অপরাজেয় বাঙালি', পরিবেশন করবে ছায়ানট। এছাড়া কবিতালেখ্য ‘আমাদের রক্ত মিছিল' পরিবেশন করবে কণ্ঠশীলন। গীতরঙ্গ ‘স্বাধীনতার অভিযাত্রা' পরিবেশন করবে নালন্দা।
পুরো আয়োজন সরাসরি দেখা যাবে ছায়ানটের ফেইসবুক পেইজ (facebook.com/chhayanautbd) ও ইউটিউব চ্যানেলে (youtube.com/@chhayanautbd)।
পুরনো খবর
'মানব কীভাবে দানব হয়ে ওঠে, নতুন প্রজন্মের জানতে হবে'
বিজয়ের মাসে সামাজিক মাধ্যমে ছায়ানটের আয়োজন 'জাগরণী'
হাজারো কণ্ঠে জাতীয় সংগীতে সোশাল মিডিয়ায় ছায়ানটের যাত্রা
বিজয়ের মাসে 'জাগরণী' নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে ছায়ানট