সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের চিন্তাভাবনার পরিসরকে ছোট করে ফেলছে বলে শাহরুখের উপলব্ধি।
Published : 16 Dec 2022, 11:29 AM
কলকাতা আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে ‘পাঠান’ সিনেমা ‘বয়কটের’ ডাকের জবাব দিলেন বলিউড বাদশা শাহরুখ খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের চিন্তাভাবনার পরিসরকে ‘ছোট’ করে ফেলছে মন্তব্য করে তিনি বলেছেন, সব ছাপিয়েই ‘টিকে’ থাকবে সিনেমা।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ।
এমন এক সময় এ উৎসব হচ্ছে, যখন শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমা বন্ধের দাবিতে শোরগোল উঠেছে ভারতের মধ্যপ্রদেশে। আগামী মাসে মুক্তি পাওয়ার কথা পাঠানের।
শাহরুখ বললেন, ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে আমার বিশ্বাস, সিনেমা এর চেয়ে অনেক বড়। এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে সেটি নিজের মতো টিকে থাকবে।’’
অনুষ্ঠানে দর্শক মাতাতে শাহরুখ তাদের উদ্দেশে আওড়ান ‘পাঠান’ সিনেমার একটি সংলাপ। তার মুখে ‘ম্যাঁয়, আপ অওর সব পজিটিভ লোক অভি জিন্দা হ্যায়’ শুনে উল্লাসে ফেটে পড়ে দর্শক।
পাঁচবছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন শহারুখ। সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’ ইউটিউবে প্রকাশের পরপরই ভক্ত হৃদয়ে সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন আলোড়ন তুলেছেন। কিন্তু ক্ষেপেছেন মধ্যপ্রদেশের মধস্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এবং ইন্দোর শহরের কট্টর হিন্দুত্ববাদীরা।
মন্ত্রীর অভিযোগ দীপিকার পোশাক নিয়ে। আর হিন্দুত্ববাদীদের কথা হলো ‘বেশরম রঙ’ শিরোনামের গানটির বিষয়বস্তু হিন্দু সম্প্রদায়কে বিক্ষুব্ধ করেছে।
এমনকি সিনেমার ‘আপত্তিকর’ দৃশ্য ছেঁটে ফেলা না হলে মধ্য প্রদেশে ‘পাঠান’ মুক্তি পাবে কি সে তা নিয়ে বিবেচনা করা হবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যের ওই মন্ত্রী।
নির্মাতা সিদ্ধার্থ আনন্দের এ সিনেমায় শাহরুখ-দীপিকার সঙ্গে আরও দেখা যাবে জন আব্রাহামকে। নতুন বছরের ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে যশ রাজ ব্যানারের এই সিনেমা।
পুরনো খবর:
দীপিকার পোশাকে আপত্তি, ‘পাঠান’ বন্ধের দাবি মধ্যপ্রদেশে
পাঠান: ফের শার্ট খোলা ‘লুকে’ শাহরুখ
‘পাঠান’ আসছে কবে, জানালেন শাহরুখ
‘রোমান্টিক’ শাহরুখ এখন চান ‘অ্যাকশন হিরো’ হতে