হিন্দি, তামিল ও তেলেগু- এই তিন ভাষার সিনেমা ‘পাঠান’ হলে মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।
Published : 26 Sep 2022, 03:45 PM
‘পাঠান’ সিনেমার আরেকটি ছবি প্রকাশ করে ভক্ত অনুরাগীদের রোমাঞ্চিত করেছেন বলিউড তারকা শাহরুখ খান’ শার্ট খোলা ওই ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এনডিটিভি লিখেছে, ‘তুম হোতি তো কইসা হোতা’ ক্যাপশনে ওই ছবি শাহরুখ পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, যা দেখে অনেক ভক্তের মুখে আর কথা সরছে না।
লম্বা চুলের শাহরুখ তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। আলো-আঁধারির ছবিতেও তার অনাবৃত দেহে পেশীর ঢেউ স্পষ্ট বোঝা যাচ্ছে। সোফায় আধশোয়া হয়ে দুই হাতের ভাঁজে মুখের কিছু অংশ ঢাকা পড়েছে নায়কের।
‘সিলসিলা’ সিনেমার ‘ইয়ে কাহান আ গায়ে হাম’ গান থেকে কিছু পঙক্তি এ ছবির ক্যাপশন হিসেবে দিয়েছেন তিনি। ’পাঠানের জন্য আমিও অপেক্ষা করছি’ লিখে শেষ করেছেন পোস্ট।
ছবির নিচে ভক্তদের মন্তব্যের ফুলঝুরি ফুটেছে। একজন লিখেছেন, ‘পাঠান এসে গেছে‘।
অন্যরা ‘হার্ট’, ‘আগুন’ এবং ‘ভালোবাসার’ ইমোটিকন দিয়ে সুপারস্টারকে প্রশংসায় ভাসিয়েছেন।
ভক্তদের আগ্রহ ধরে রাখার কৌশলে বেশ পারদর্শী শাহরুখ । এর আগেওে তিনি পাঠানে বড় চুলে নিজের অনাবৃত ছবি শেয়ার করেছেন।
বড় পর্দায় শেষ ২০১৮ সালে মুক্তি পায় শাহরুখের ‘জিরো’, যা বক্স অফিসের প্রত্যাশা পূরণ করতে পারেনি। জিরোর আগেও তিনটি সিনেমা ফ্লপ। টানা চার সিনেমার ব্যর্থতায় নিজের ওপর বিরক্ত হয়ে বিরতি নিয়েছিলেন শাহরুখ।
ধীরে ধীরে হতাশা কাটিয়ে কাজে ফিরেছেন কিং খান। ২০২৩ সালে তিন ঘরানার তিনটি সিনেমা ’পাঠান’, ‘ডানকি’ ও ‘জওয়ান’ এ দেখা যাবে শাহরুখকে।
এই তিনটির মধ্যে হিন্দি, তামিল ও তেলেগু- এই তিন ভাষার সিনেমা পাঠান হলে আসছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান মূলত ‘স্পাই থ্রিলার’। এর মাধ্যমে চার বছর পর পর্দায় দেখা যাবে ‘বলিউড কিং’কে।
গত মার্চেই পাঠানের মুক্তির তারিখ জানিয়ে একটি টিজার প্রকাশ করেন শাহরুখ। সে সময় বলেছিলেন, পাঠন হবে চমকে ভরপুর সিনেমা।
সিনেমায় কিং খানের সঙ্গে আছেন তার ‘লাকি চার্ম’ দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, পাঠানে দুজনকেই হাড় হিম করা নানা অ্যাকশনে দেখা যাবে।
আর খলনায়কের ভূমিকায় আছেন নায়ক জন আব্রাহাম। ‘ক্যামিও’ হিসেবে আসবেন বলিউডের ভাইজান সুপারস্টার সালমান খান।
এছাড়া ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানার মতো দাপুটে অভিনেতাদেরও পাঠনে দেখা যাবে।