ভক্তদের অপেক্ষার পালা শেষ করে চার বছর পর পর্দায় হাজির হচ্ছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান, আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘পাঠান’।
Published : 02 Mar 2022, 05:23 PM
পাঠানের মুক্তির তারিখ জানিয়ে ইতোমধ্যে একটি টিজারও প্রকাশ করেছেন তিনি, যা রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমার একটি টিজার পোস্ট করে শাহরুখ টুইটে লিখেছেন, “আমি জানি দেরি হয়ে গেছে…কিন্তু তারিখটা মনে রাখবেন… পাঠানের সময় এখন শুরু হচ্ছে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি দেখা হচ্ছে সিনেমা হলে।”
ছবি: ইনস্টাগ্রাম
টিজারের স্ক্রিনশট শেয়ার করে অনেকে লিখেছেন, ‘দ্য কিং ইজ ব্যাক’ অর্থাৎ ‘বাদশা ফিরে এসেছেন।’
কেউ লিখেছেন, “পাঠানের যুগ শুরু হল।”
ছবি: ইনস্টাগ্রাম
এর আগে তাকে দেখা গিয়েছিল ২০১৮ সালে আনন্দ এল রায়ের ‘জিরো’ সিনেমায়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক প্রভাসের নতুন সিনেমা ‘আদি পুরুষ’ মুক্তি পাবে আগামী বছরের ১২ জানুয়ারি। প্রভাসের এই ঘোষণার একদিন পরই নতুন সিনেমা মুক্তির ঘোষণা দিলেন শাহরুখ খান।