স্মৃতিচিহ্ন নিলামে তুলে আয় হয়েছে সাড়ে দশ লাখ ডলার
Published : 23 Jan 2025, 09:57 AM
যুক্তরাষ্ট্রের গায়ক-গীতিকার বব ডিলানের সাড়া তোলা গান ‘মিস্টার ট্যাম্বরিন ম্যানের’ প্রথম খসড়া ও কিছু স্মৃতিচিহ্ন নিলামে বিক্রি হয়েছে বেশ চড়া দামে।
বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে হলদেটে রঙা কাগজের গানের দুই পাতার প্রথম খসড়া নিলামে বিক্রি হয়েছে পাঁচ লাখ ডলারের কিছু বেশি দামে ।
গানের খসড়া ছাড়াও স্মৃতিচিহ্নের মধ্যে ১৯৬৮ সালে আঁকা এবং সই করা ডিলানের একটি তৈলচিত্র এবং গায়কের ব্যবহার করা ১৯৮৩ সালের একটি ফেন্ডার টেলিকাস্টার গিটারও নিলামে তেলা হয়েছিল বলে জুলিয়েন'স অকশনস জানিয়েছে।
সেসব বিক্রি করে সাড়ে দশ লাখ ডলার আয় হয়েছে বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন'স অকশনস।
এই প্রতিষ্ঠানটি জানিয়েছিল গানের খসড়াসহ ডিলানের এই জিনিসগুলো সাংবাদিক আল অ্যারোনোভিটজের ব্যক্তিগত সংগ্রহে ছিল। ‘মিস্টার ট্যাম্বরিন ম্যান’র খসড়া প্রথম খুঁজে পান অ্যারোনোভিটজে।
১৯৬৫ সালের ২২ মার্চে প্রকাশিত এই গানটি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে শীর্ষ স্থান অর্জন করেছিল। ডিলান যখন নিউ জার্সিতে থাকতেন, তখন তিনি এই গানের কথাগুলোর পূর্ণতা দিয়েছিলেন।
সাংবাদিক অ্যারোনোভিটজের লেখা একটি প্রবন্ধের মূল কপি থেকে জানা গেছে, তিনি ডিলানকে তার বাড়িতে বসে গানের লিরিক লিখতে দেখেছেন।
অ্যারোনোভিটজ তার প্রবন্ধে লিখেছেন, “একটি পোর্টেবল টাইপরাইটার ব্যবহার করে ডিলান এই গানটি রচনা করেন। ঘরে তখন এক রাশ সিগারেটের ধোঁয়া। আমি দেখছিলম লম্বা নখের হাড্ডিসার আঙুলগুলো দ্রুত হাতে লিখে চলেছে।“
অ্যারোনোভিটজ আরও লিখেছেন, তিনি ঘরে রাখা একটি আবর্জনার ঝুড়িতে দুমড়ানো অবস্থায় গানটির কিছু লিরিক খুঁজে পেয়েছিলেন।
সাংবাদিকের ওই প্রবন্ধটির কিছু অংশ নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন'স অকশনস’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জুলিয়েন'স অকশনস জানিয়েছে, "প্রথম খসড়া থেকে তৃতীয় খসড়ায় (যা গানের চূড়ান্ত সংস্করণের খুব কাছাকাছি) অনেক পরিবর্তন রয়েছে। তবে এই খসড়াগুলো চূড়ান্ত লিরিক থেকে অনেকটা আলাদা।"
জুলিয়েন'স অকশনস বলেছে ডিলানের আঁকা বেশকিছু স্কেচ প্রত্যাশিত দামের থেকে বহুগুণ বেশি দামে বিক্রি হয়েছে।
একটি স্কেচ যার দাম দেড় হাজার থেকে আড়াই হাজার ডলার ধারণা করা হয়েছিল তা বিক্রি হয়েছে প্রায় ৮৯ হাজার ডলারে!
এছাড়া লিভাইসের তৈরি যে ডেনিম জ্যাকেট ডিলান পরেছিলেন ১৯৮৭ সালে মুক্তি পাওয়া একটি মিউজিক্যাল ড্রামা সিনেমাতে, সেটি বিক্রি হয়েছে ২৫ হাজার ডলারের বেশি দামে।
ডিলান যখন 'মিস্টার ট্যাম্বরিন ম্যান' লিখছিলেন, ঘরে কেবল সিগারেটের
টিকটক থেকে চলে যেতে হচ্ছে না বব ডিলানকে
বব ডিলান: এক গিটার, হাজারো কণ্ঠস্বর
কিশোর ডিলানের প্রেমের চিঠি বিক্রি হল ৬ লাখ ডলারে