‘আর মানুষই বা বলো বাঁচে কতদিন/ কখন তারা হতে পারে স্বাধীন?’
Published : 12 Nov 2024, 03:27 PM
বিশ্বসাহিত্যের গতি বদলে দেওয়া রুশ সাহিত্যিক লিও তলস্তয় বলেছিলেন, ‘শিল্পের জন্য শিল্প নয়’। তিনি ভাবতেন, শিল্প হবে মহৎ। মানবতার পক্ষে উত্তম কিছু। কলাকৈবল্যবাদ তলস্তয়ের কথার সঙ্গে দ্বিমত পোষণ করলো, তবে অনেক শিল্পীই নিজের কর্মকে নিয়ে গেছেন শিল্পসীমানার বাইরে, জীবন সংগ্রামের মাঝখানে।
তেমনই একজন বব ডিলান। শিল্পী বব ডিলান। বিপ্লবী বব ডিলান। মূলত গানের মানুষ হলেও গড়েছেন নানা রকম সখ্যতা। কেউ ভালোবাসে তার গায়কি সত্তাকে, কেউ গীতিকার সত্তাকে, আবার কেউবা বিপ্লবী চেতনার মানুষটাকে।
বব ডিলান গানকে নিছক মনোরঞ্জনের সীমানা থেকে বের করে নিয়ে গেছেন যুদ্ধবাজদের বিরুদ্ধে শিল্পশক্তি হিসেবে। তার গানের কথায় মানুষকে আশা দেখিয়েছেন, রুখে দাঁড়ানোর সাহস যুগিয়েছেন।
অদেখা বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক জুড়েছেন ডিলান। একাত্তরের রক্তক্ষয়ী সংগ্রামের দিনে বাঙালি যখন হানাদারের বিপক্ষে লড়ছিল, তখন তিনি উঠেছিলেন ‘কনসার্ট ফর বাংলাদেশের’ মঞ্চে। যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত সেই ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নিপীড়িত মানুষের পক্ষে অর্থ সংগ্রহের পাশাপাশি জনমত তৈরিতেও ভূমিকা রাখে।
এই শিল্পীকে সম্মান জানিয়ে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় ২০১৬ সালে। এখানে বব ডিলানের তিনটি গীতিকবিতা অনূদিত হল-
যদি না হয় তোমার (if not for you)
যদি না হয় তোমার
প্রিয়, আমি খুঁজে পাই না দরজা
দেখা যায় না মেঝেটা
আমি যেন নীল ও ব্যথার
যদি তারা না হয় তোমার।
রাত আমাকে দেখে কতটা জেগে থাকি
তবে যে এবার শেষ হওয়া চাই
নতুন যেন কিছু লাগে না আমার
যদি তারা না হয় তোমার।
আমার আকাশ ভেঙে পড়ে
যেখানে মেঘেরা এসে জমে
তোমার প্রেমহীন কোথাও যেন আমি নাই
নিজেকে হারাই যদি তোমাকেই না পাই
কতটা সত্য জানা আছে তোমার
যদি তারা না হয় তোমার।
আসে না বসন্ত হয়ে শীতের অবসান
শুনি না শুনি না আর রবিনের গান
না, সব কিছু দূরে আমার ধারণার
যদি তারা না হয় তোমার।
বাতাসে জবাব (blowin' in the wind)
কত পথ হেঁটে যাবে একজন লোকে
তুমি তাকে একজন মানুষ বলার আগে?
কত সমুদ্র সাদা পায়রাটা পাড়ি দেবে
নিঝুম বালিতে ঘুমানোর আগে?
হ্যাঁ, আর কতবার ছুটবেই কামানের গোলা
চিরতরে নিষেধাজ্ঞার আগে?
কান পাতো বন্ধু, জবাব বাতাসেই ভাসে
প্রশ্নের উত্তর সব ভাসে বাতাসে।
হ্যাঁ, আর পর্বত কতকাল থাকে দাঁড়িয়ে
সমুদ্র তাকে ধুয়ে দেওয়ার আগে?
আর মানুষই বা বলো বাঁচে কতদিন
কখন তারা হতে পারে স্বাধীন?
হ্যাঁ, আর কতবার লোকে দেখে পিছু ফেরে
ভাব করে দেখেনি মিছে অভিনয়ে?
কান পাতো বন্ধু, জবাব বাতাসেই ভাসে
প্রশ্নের উত্তর সব ভাসে বাতাসে।
আর বলো মানুষ কতবার তাকিয়ে দেখে
নিজ চোখে ওই আকাশ দেখার আগে?
কতগুলো কান হলে পরে প্রতিজনের
শুনতে পাবে শেষে কান্না অন্যের?
হ্যাঁ, আর কত কত প্রাণ বিসর্জন হলে
বুঝবে সে অনেক মানুষ মরেছে?
কান পাতো বন্ধু, জবাব বাতাসেই ভাসে
প্রশ্নের উত্তর সব ভাসে বাতাসে।
চিরতরুণ (may you stay forever young)
মাবুদ তোমাকে তার যত্নে রাখুক
আর সব স্বপ্নেরা সত্য হোক
তুমি হাত বাড়িও সবার দিকে
আর সবার হাত হোক তোমার
নক্ষত্রের দিকে মেলে দিও সিঁড়ি
ধাপে ধাপে দিও পুরো পথ পাড়ি
পাবে নিশ্চয় তুমি তারুণ্যের গুণ
থেকো সবসময় প্রিয় চির-তরুণ।
বড় হইও তুমি ন্যায়নিষ্ঠ হতে
বড় হইও আরো সত্যের পথে
সত্যকে যেন জানতে পারো
ভরে থাকুক চারপাশে আলো
বুক ভরা সাহসে হবে আগুয়ান
শিরদাঁড়া সোজা রেখে বলবান
পাবে নিশ্চয় তুমি তারুণ্যের গুণ
থেকো সবসময় প্রিয় চির-তরুণ।
ব্যস্ত হোক হাত সর্বদা কাজে
এগিয়ে যাক পা দৃঢ়তার মাঝে
ভিত হোক তোমার শক্ত দারুণ
বদলের বাতাসে অনড় নিদারুণ
হৃদয় জানুক শুধু সুখের মানে
সবাই মেতে থাকুক তোমার গানে
পাবে নিশ্চয় তুমি তারুণ্যের গুণ
থেকো সবসময় প্রিয় চির-তরুণ।