প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘জুবিলি’ সিরিজের জন্য সেরা পরিচালকের সম্মান পেয়েছেন বিক্রম আদিত্য মোটওয়ানি।
Published : 27 Nov 2023, 08:27 PM
ভারতের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে এ বছর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া ভাট; সেরা অভিনেতার সম্মান পেয়েছেন মনোজ বাজপেয়ী।
রোববার জমকালো আয়োজনে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৩’ এর পুরস্কার বিতরণী হয়। ২০২২ সালের অগাস্ট থেকে ২০২৩ এর জুলাইয়ের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মজুড়ে প্রকাশিত বিভিন্ন ওয়েব সিরিজ এবং চলচ্চিত্র ছিল এবারের প্রতিযোগিতায়।
ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় বলছে, পুরস্কারের দৌড়ে এবার বাজিমাত করেছে ওয়েব ফিল্ম ‘সিরফ এক বান্দা কাফি হ্যায়’।
সেরা ওয়েব ফিল্মের পুরস্কার পাওয়া এ চলচ্চিত্রে অভিনয় করেই সেরা অভিনেতার পুরস্কার বাগিয়ে নিয়েছেন মনোজ বাজপায়ী। আর এর নির্মাতা অপূর্ব সিং কারকি পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।
আর আলিয়া সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন‘ডার্লিংস’ সিনেমার জন্য। এ সিনেমায় বিজয় ভার্মার বিপরীতে অভিনয় করেন তিনি।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘জুবিলি’ সিরিজের জন্য সেরা পরিচালকের সম্মান পেয়েছেন বিক্রম আদিত্য মোটওয়ানি।
অন্যদের পিছনে ফেলে সেরা সিরিজের খেতাব জিতেছে হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’। এই সিরিজেও বাঙালি ক্রাইম জার্নালিস্টের চরিত্রে অভিনয় করেছেন বুম্বাদা। সিরিজের লিডিং লেডি কারিশমা তান্না সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হয়েছেন।
এক নজরে বিজয়ীদের তালিকা
ওয়েব সিরিজ
সেরা সিরিজ: স্কুপ
সমালোচকদের বিচারে সেরা সিরিজ: ট্রায়াল বাই ফায়ার
সেরা পরিচালক: বিক্রম আদিত্য মোটওয়ানি (জুবিলি)
সমালোচকদের বিচারে সেরা পরিচালক: রণদীপ ঝা (কোহরা)
সেরা অভিনেতা (সিরিজ, ড্রামা): সুবিন্দর ভিকি (কোহরা)
সেরা অভিনেত্রী (সিরিজ, ড্রামা): রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার)
সমালোচকদের বিচারে সেরা অভিনেতা (সিরিজ, ড্রামা): বিজয় ভার্মা (দাহাড়)
সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী (সিরিজ, ড্রামা): কারিশমা তান্না (স্কুপ), সোনাক্ষী সিনহা (দাহাড়)
ওয়েব ফিল্ম
সেরা চলচ্চিত্র (ওয়েব অরিজিনাল): সিরফ এক বন্দা কাফি হ্যায়
সেরা পরিচালক (ওয়েব অরিজিনাল): অপূর্ব সিং কারকি (সিরফ এক বন্দা কাফি হ্যায়)
সেরা অভিনেতা (ওয়েব অরিজিনাল): মনোজ বাজপেয়ী (সিরফ এক বন্দা কাফি হ্যায়)
সেরা অভিনেত্রী (ওয়েব অরিজিনাল): আলিয়া ভাট (ডার্লিংস)
সমালোচকদের বিচারে সেরা অভিনেতা (ওয়েব অরিজিনাল): রাজ কুমার রাও (মনিকা ও মাই ডার্লিং)
সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী (ওয়েব অরিজিনাল): শর্মিলা ঠাকুর (গুলমহর) ও সানিয়া মালহোত্রা (কাঁঠাল)