‘লৌহকপাট’ বিতর্ক: এ আর রহমানকে বার্তা কবীর সুমনের

“কেউ কি একবারও রহমানকে বলে দেননি, কোন গানের রিমেক তিনি করেছেন! এই গানের ইতিহাস রহমান জানেন?”

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2023, 04:25 PM
Updated : 17 Nov 2023, 04:25 PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানের নতুন সংগীতায়োজন নিয়ে এবার সরব হলেন কবীর সুমন।

দুই বাংলার এই জনপ্রিয় শিল্পী বলছেন, “রহমানকে ক্ষমা চাইতে হবে না, বরং গানের ইতিহাসটা জানুক।”

ব্রিটিশবিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা যোগানো শতবর্ষী গান ‘কারার ঐ লৌহকপাট’ নিয়ে এ বিতর্কের সূচনা সোশাল মিডিয়ায় 'পিপ্পা' সিনেমায় ব্যবহৃত গানটি প্রকাশের পর থেকে।

রাজাকৃষ্ণ মেনন পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক হিন্দি সিনেমা ‘পিপ্পা’র জন্য নজরুলের ওই গানটির নতুন কম্পোজিশন করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

শ্রোতাদের অনেকের অভিযোগ, এ আর রহমানের হাতে পড়ে গানটি থেকে বিদ্রোহই হারিয়ে গেছে। সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক মহলের মানুষেরা প্রতিবাদ জানাচ্ছেন, সমালোচনায় সরব হয়েছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা।

কবি পরিবারের সদস্যরাও বিষয়টি ভালোভাবে নিতে পারেননি। তাদের ভাষ্য, ক্ষমা চাওয়া উচিত এ আর রহমানের। সেই সঙ্গে পিপ্পা থেকে গানটি বাদ দেওয়া কিংবা সুর-সংগীত ঠিক করে নতুন করে দেওয়া উচিত। 

শুক্রবার সকালে ফেইসবুক লাইভে এসে ‘লৌহ কপাট’ বিতর্কে যোগ দেন কবীর সুমন।

তিনি বলেন, “যারা গানের লিরিক দিলেন, তারা টাকা পেলেন, খুব ভালো কথা। টাকা সবার দরকার। এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ কি একবারও রহমানকে বলে দেননি, কোন গানের রিমেক তিনি করেছেন! এই গানের ইতিহাস রহমান জানেন?

“গানের অর্থটা জানার চেষ্টা করেছেন রহমান? ধরে নিন, এটা কাজী নজরুল ইসলামের লেখা নয়। তবুও কি গানের কথাগুলোর মানে বোঝা উচিত ছিল না? লিরিক শুনেই তো সুরটা দিতে হবে।”

আক্ষেপ করে সুমন বলেন, “আজকাল এমনই গান হচ্ছে। যা শুনলে মনে হয়, মিক্সারের ভিতর সিমেন্ট, পাথর সব একসঙ্গে ঘুরছে। লৌহ কপাটের রিমেকও তাই!”

রহমানকে তার নিজের কাজের কথা মনে করিয়ে দিয়ে সুমন বলেন, “ইনিই তো ‘দিল হ্যায় ছোটা সা’ তৈরি করেছিলেন, সেই মানুষটা লৌহ কপাটের এমন সুর দিলেন! বিশ্বাস হচ্ছে না রহমান সাহাব। কেউ কি ছিলেন না, যে লৌহ কপাটের ইতিহাস রহমানকে বলে দেবেন, যে এই গানটার সঙ্গে একটা জাতির সংগ্রাম জড়িয়ে রয়েছে।”

লাইভে এসে বাংলাদেশের মানুষদের কাছেও একটি আবেদন রাখেন সুমন। তিনি বলেন, যে দেশ নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে সম্মান দিয়েছে, তাদের একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা উচিৎ। রহমানের সঙ্গে দেখা করে তাকে লৌহ কপাটের ইতিহাস জানানো উচিৎ। তার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই।

সম্প্রতি সমালোচনা-বিদ্রুপের মুখে 'পিপ্পা'র নির্মাতা-প্রযোজকরা এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে বলেছেন, তারা কবির পুত্রবধূ প্রয়াত কল্যাণী কাজী ও তার পুত্র কাজী অনির্বাণের কাছ থেকে গানের স্বত্ব নেওয়ার ক্ষেত্রে যাবতীয় নিয়ম মেনেছেন; লিখিত চুক্তি করে তারা গানটি ব্যবহার করেছেন।

তবে বিতর্কে নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি এ আর রহমানের পক্ষ থেকে। 

আরও খবর

Also Read: ‘লৌহ কপাট’ বিতর্কে নজরুল পরিবারেই বিভক্তি

Also Read: নজরুলের গান বিতর্কে পিপ্পা নির্মাতাদের ‘ক্ষমা’ প্রার্থনা

Also Read: এ আর রহমান ‘গর্হিত অপরাধ’ করেছেন: খিলখিল কাজী

Also Read: ‘লৌহ কপাট’: এবার চুক্তিপত্র নিয়ে প্রশ্ন কবির পৌত্রীর

Also Read: নজরুলকে নিয়ে ‘ইয়ার্কি’?

Also Read: ‘কারার ওই লৌহ কপাট’: এ রহমানের সমালোচনায় হৈমন্তী, অজয় ও অনির্বাণ

Also Read: নজরুলের ঘরেই ঝামেলা, হয়েছিল পুরস্কার বিক্রির চেষ্টাও!