সেদিন নাটকটির ‘১২৭.৫তম’ প্রদর্শনী হবে, বলেন নাটকটির নির্দেশক ও নাট্যকার মাসুম রেজা।
Published : 20 Nov 2024, 09:08 PM
একদল মানুষের বিক্ষোভের মুখে মাঝপথে শিল্পকলা একাডেমিতে বন্ধ হওয়া ‘নিত্যপুরাণ’ নাটক আবার মঞ্চে ফিরছে।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালাতে ওই নাটকের বাকিটুকু মঞ্চায়ন করা হবে আগামী ২৭ নভেম্বর, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়।
সেদিন দেশ নাটক প্রযোজিত নাটকটির ‘১২৭.৫তম’ প্রদর্শনী হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নিত্যপুরাণ নাটকের নির্দেশক ও নাট্যকার মাসুম রেজা।
তিনি বলেন, “শিল্পকলা একাডেমির মিলনায়তনে যেদিন নাটকটি বন্ধ করা হয়, সেদিন আমরা ১২৭তম প্রদর্শনী করছিলাম। মাঝপথে নাটকটি বন্ধ হওয়ার কারণে ১২৭তম প্রদর্শনীটি সম্পন্ন হয়নি। আমরা যেহেতু সেদিন অর্ধেক নাটকটি করেছিলাম, এজন্য আমরা ‘১২৭.৫তম’ প্রদর্শনী করব। এরপর থেকে যত প্রদর্শনী করব আমরা এভাবেই হিসাব রাখব।”
গত ২ নভেম্বর প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেওয়ার দিন যেসব দর্শক নাটকটির
টিকেট কেটেছিলেন তাদের নতুন প্রদর্শনীতে টিকেট লাগবে না।
মাসুম রেজা বলেন, “সেদিন অনেক দর্শক টিকেট কেটেও পুরো প্রদর্শনীটি দেখতে পারেননি। সেদিন যে দর্শক টিকেট কেটেও পুরো নাটকটি দেখতে পারেননি, তারা টিকেটের অংশ দেখিয়ে আসন্ন প্রদর্শনীটি উপভোগ করার সুযোগ পাবেন।”
‘নিত্যপুরাণ’ নাটকটি প্রথম মঞ্চে আসে ২০০১ সালে। এরপর ২০০৫ সাল পর্যন্ত ৮৬টি প্রদর্শনী হয়। ২০১২ সালে এ নাটকের ‘একলব্য’ চরিত্রে অভিনয় করা দিলীপ চক্রবর্তী প্রয়াত হওয়ার পর নাটকটির আর প্রদর্শনী আর হয়নি। প্রায় ১২ বছর পর ২০১৭ সালের নভেম্বরে নাটকটি ফের মঞ্চে আসে।
নিম্নবর্ণের সন্তান একলব্যকে ঘিরে এ নাটকের গল্প। পঞ্চপাণ্ডবের সঙ্গে অস্ত্রবিদ্যা শেখার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে যান তিনি। নিচু জাত বলে তাকে শেখাতে চান না দ্রোণাচার্য। যদিও এক পর্যায়ে তার কাছে ধনুর্বিদ্যা শেখার সুযোগ পান একলব্য। কিন্তু গুরুর আরেক শিষ্য পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব অর্জুন একলব্যের কাছে পরাজিত হন ধনুর্বিদ্যায়।
এর পরিণতিতে গুরু দ্রোণাচার্য একলব্যকে আঙুল কেটে গুরুদক্ষিণা দিতে নির্দেশ দেন। মহাভারতে বর্ণিত নিম্নবর্গের এক বীর যোদ্ধার এ করুণ কাহিনিই নাটকের উপজীব্য।
নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন কামাল উদ্দিন কবির, পোশাক পরিকল্পনা করেছেন শাহনেওয়াজ কাকলী, সংগীত পরিকল্পনায় আছেন নাসিরউদ্দিন শেখ, আবহসংগীতে ইমামুর রশিদ খান ও আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন।
রূপসজ্জা পরিকল্পনা করেছেন শুভাশীষ দত্ত তন্ময় এবং কোরিওগ্রাফি পরিকল্পনায় মোঃ আমানুল্লাহ আমান ও হিমা রয় মিতু ।
নাটকে ব্যবহৃত গানে কণ্ঠ দিয়েছেন লরেন্স উজ্জ্বল গমেজ, অসীম কুমার নট্ট, ইমামুর রশিদ খান, নন্দিতা বিশ্বাস, আমরিন তাসনিম জাইমা ও জারিফা তাসনিম জেমিমা। সহকারী নির্দেশকের দায়িত্ব পালন করেছেন অয়ন চৌধুরী।
যা ঘটেছিল সেদিন
গত ২ নভেম্বর দেশ নাটক প্রযোজিত ‘নিত্যপুরাণ’নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। ওই দিন টিকেট বিক্রি শুরু হয় বিকাল থেকে।
এরপর সন্ধ্যা ৬টার দিকে একদল লোক শিল্পকলার গেইটের সামনে দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ শুরু করেন।
পরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করলে যথারীতি নাটকের প্রদর্শনী শুরু হয়। কিন্তু বিক্ষোভকারীরা ফের সংগঠিত হয়ে নাট্যশালার গেইটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে মহাপরিচালক ‘দেশ নাটকের’ সদস্যদের সঙ্গে কথা বলে প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত দেন।
নাটক বন্ধের কারণ হিসেবে মহাপরিচালক বলেছিলেন, দর্শকের ‘নিরাপত্তার কথা বিবেচনা করে’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি দেখে তার আশঙ্কা হয়েছিল, শিল্পকলা একাডেমিও ‘আক্রান্ত হতে পারে’।
এ ঘটনায় উদীচী, দেশ নাটক বিবৃতি দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ থিয়েটার কর্মীরাও।
নাটক বন্ধের ঘটনায় গত ৮ নভেম্বর বিকেলে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে গ্রুপ থিয়েটার ফেডারেশন। সেখানেও হামলার ঘটনা ঘটে। সমাবেশ চলাকালীন কয়েকজন লোক এসে পেছন থেকে 'ডিম ছুঁড়ে' মারে এবং নাট্যকর্মীদের ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়ে যায়।
এসব ঘটনাবলীর মধ্যে গ্রুপ থিয়েটার ফেডারেশন এ ঘটনার তদন্ত কাজের জন্য সাত দিনের সময় বেঁধে দিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। পরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে দেখা করে ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
তবে ১৪ নভেম্বর আরণ্যক নাট্যদল ও প্রাচ্যনাট শিল্পকলার গেইটের সামনে পথনাটক প্রদর্শনী করে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
হঠাৎ বিক্ষোভে শিল্পকলায় মাঝপথে বন্ধ হল নাটকের প্রদর্শনী
'নাটক বন্ধের ইন্ধনদাতাদেরও দায় নিতে হবে'
মাঝপথে নাটকের প্রদর্শনী বন্ধ 'নিরাপত্তা' বিবেচনায়: জামিল আহমেদ
শিল্পকলার সামনে পথনাটক করে নিরাপত্তা চাইবে নাট্যকর্মীরা
নাটক বন্ধ ও হামলায় 'উদ্বিগ্ন' প্রবাসী নাট্যকর্মীরা
'নাট্যকর্মীদের পরিচয় স্পষ্ট, হামলাকারী কারা?'
নাট্যকর্মীদের সমাবেশে হামলার পর শিল্পকলার সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ
নাট্যশালায় সমাবেশে 'ডিম নিক্ষেপ', ধাওয়া খেয়ে পালাল হামলাকারীরা
'নিত্যপুরাণ' নাটকের প্রদর্শনী ফেরত দেওয়ার দাবি নাট্যকর্মীদের