শুক্রবার থেকে ২৩ টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘মেকাপ’ সিনেমা
Published : 10 Jan 2025, 04:37 PM
চার দফা সংশোধনী, প্রতিস্থাপন ও পরিমার্জন শেষে ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ থেকে মুক্তির সনদ নিয়ে অবেশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে‘মেকাপ’।
নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ শুক্রবার থেকে ২৩টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে।
এই আলোর মুখ দেখতে নির্মাণের পর চলচ্চিত্রটি নিয়ে পরিচালককে অপেক্ষা করতে হয়েছে চারবছর।
সবাইকে হলে গিয়ে ‘মেকাপ’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন অনন্য মামুন বলেছেন, ঢাকা ও ঢাকার বাইরেও সিনেমাটি চলছে।
তিনি জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল ও মিরপুরের সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস,শ্যামলী সিনেমা, সৈনিক ক্লাব সিনেমা, বিজিবি সিনেমা, আনন্দ সিনেমা, উত্তরার দিয়াবাড়ীর ম্যাজিক মুভি থিয়েটার, জিঞ্জিরার নিউ গুলশান সিনেমা, নারায়নগঞ্জের সিনেস্কোপে দেখা যাচ্ছে সিনেমাটি।
আর ঢাকার বাইরে রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, বগুড়ার মধুবন ও মমো ইন সিনেপ্লেক্স, পাবনার রুপকথা সিনেমা, চট্টগ্রামের সুগন্ধা সিনেপ্লেক্স, খুলনার শংখ সিনেমা, রাজশাহীর রাজতিলক সিনেমা, দিনাজপুরের মডার্ণ সিনেমা, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, কুলিয়ারচরের রাজ সিনেমা, নাগরপুরের রাজিয়া সিনেমা হলের দর্শকরা 'মেকাপ' সিনেমাটি দেখতে পাবেন।
'মেকাপ’ সিনেমাটি নির্মিত হয়েছে চলচ্চিত্র শিল্পের গল্পে। যেখানে একজন সুপারস্টারের জীবনের গল্প উঠে এসেছে।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। যার চরিত্রের নাম শাহবাজ খান।
এ ছাড়া অভিনয় করেছেন জিয়াউল রোশান, নিপা আহমেদ, পায়েল মুখার্জী, বিশ্বজিৎ মুখার্জীসহ অনেকে।
২০১৯ সালে সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে সিনেমাটির শুটিং হয়। সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকাশন।
২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগে মেকাপ সিনেমাটি ‘প্রদর্শন অযোগ্য’ ঘোষণা করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
সম্প্রতি ‘সেন্সর বোর্ড’ বদলে সরকার ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করলে সেখানে জমা দেওয়া হয় সিনেমাটি। গত ২৭ অক্টোবর সেখান থেকেও সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়।
আজমাত রহমান প্রযোজিত ‘সেলিব্রেটি প্রোডাকশন’ এর সিনেমা ‘মেকাপ’ কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ছিল বোর্ডের।
২০২১ সালে সেন্সর বোর্ডের চিঠিতে বলা হয়েছিল, “এ চলচ্চিত্রে অসম্মানজনক সংলাপের মাধ্যমে চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্রশিল্পকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।
“চলচ্চিত্রটি প্রদর্শিত হলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ফলে ছবিটি জনসাধারণের মধ্যে প্রদর্শনযোগ্য নয় মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পরবর্তীতে সিনেমা থেকে ১ মিনিট ১২ সেকেন্ডের দৃশ্য বাদ দিতে হয়।
এরপর গেল সপ্তাহে মামুন জানিয়েছিলেন, শুক্রবার থেকে সিনেমাটি চলবে।
আরও পড়ুন:
কাঁচি চালিয়ে মুক্তি পাচ্ছে সেই নিষিদ্ধ 'মেকাপ'