"আপিল আবেদন নাকচের কারণে 'মেকাপ' চলচ্চিত্রটি সার্টিফিকেশনবিহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে চলচ্চিত্রটির প্রদর্শনী নিষিদ্ধ করা হল।"
Published : 28 Oct 2024, 10:09 AM
সময় বদলেছে, ‘চলচ্চিত্র সেন্সর বোর্ড’ হয়ে গেছে ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’; কিন্তু অনন্য মামুনের বানানো 'মেকাপ' সিনেমার ভাগ্য বদলালো না।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডও এ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগে ২০২১ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ড এ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করেছিল।
রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (চলচ্চিত্র-১ শাখা) এক আদেশে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ এর ১২(১) উপ-ধারা ‘লংঘন করে’ আপিল আবেদন দাখিল করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি তা নাকচ করেছে।
"আপিল আবেদন নাকচের কারণে 'মেকাপ' চলচ্চিত্রটি সার্টিফিকেশনবিহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে চলচ্চিত্রটির প্রদর্শনী নিষিদ্ধ করা হল।"
আজমাত রহমান প্রযোজিত সেলিব্রেটি প্রোডাকশনের সিনেমা 'মেকাপ' কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্তকরাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে প্রজ্ঞাপনে।
এ বিষয়ে কথা বলতে সিনেমার নির্মাতা অনন্য মামুনকে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, 'দরদ' সিনেমার কাজে তিনি এখন ভারতের মুম্বাইয়ে রয়েছেন।
অনন্য মামুন লিখেছেন, "মেকাপ নিয়ে ভুল তথ্য বা ব্যাখা করবেন না। সেন্সর বোর্ড অনুমতি না দেওয়ায় আপিল বিভাগ দেখে সিনেমাটি বাতিল করে। যতক্ষণ পর্যন্ত আপিল বিভাগ বাতিল না করে ততক্ষণ পর্যন্ত নতুন করে রিভাইসড ভার্সন জমা করার নিয়ম নেই।"
এখন মেকাপ সিনেমাটি নতুন করে সাটিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে বলে জানান এই নির্মাতা। সাটিফিকেশন বোর্ড সারা দেশে ‘মেকাপ’ দেখানোর অনুমতি দেবে বলেও তার প্রত্যাশা।
অনন্য মামুনের ভাষ্য, "গত সরকারে সময় কয়েকজন সেন্সর বোর্ড সদস্য ইচ্ছা করে চলচ্চিত্রটি বাতিল করেছিল।"
চলচ্চিত্রশিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এ চলচ্চিত্রকে ‘প্রদর্শন অযোগ্য’ ঘোষণা করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
কেন ‘প্রদর্শন অযোগ্য’? তার ব্যাখ্যায় সেন্সর বোর্ডের চিঠিতে বলা হয়েছিল, “এ চলচ্চিত্রে অসম্মানজনক সংলাপের মাধ্যমে চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্রশিল্পকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটি প্রদর্শিত হলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
“ফলে ছবিটি জনসাধারণের মধ্যে প্রদর্শনযোগ্য নয় মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
চলচ্চিত্র ইন্ডাস্ট্রির গল্পে সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘মেকাপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান ও নিপা আহমেদ।
পুরনো খবর