সংশোধন, প্রতিস্থাপন, পরিমার্জনের পাশাপাশি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে সাবেক প্রধানমন্ত্রীর ছবি প্রতিস্থাপন করা হয়েছে।
Published : 08 Jan 2025, 11:40 PM
চার দফা সংশোধনী, প্রতিস্থাপন ও পরিমার্জন শেষে ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ থেকে মুক্তির সনদ পেয়েছে নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ সিনেমাটি।
শুক্রবার এ সিনেমা মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক। তবে মুক্তির আগে সিনেমা থেকে বাদ দিতে হয়েছে ১ মিনিট ১২ সেকেন্ডের দৃশ্য।
গত ১৭ ডিসেম্বর সিনেমাটির সংশোধিত সংস্করণের সনদপত্র দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেখানে বলা হয়, “বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩ এর ৫ ধারা অনুযায়ী, সিনেমাটি সর্বসাধারণের মাঝে প্রদর্শনের অনুমোদন করা হইল।”
বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোর্ড সদস্যদের পর্যবেক্ষণের ভিত্তিতে মেকাপ সিনেমাটিকে সনদ দেওয়া হয়েছে। বোর্ড যে সংশোধন দিয়েছিল, তা প্রতিস্থাপন করা হয়েছে।
“এতে নানা সংশোধন, প্রতিস্থাপন, পরিমার্জন করা হয়েছে। নায়িকার প্রথম চলচ্চিত্রের প্রচারে পত্রিকায় প্রকাশিত সাবেক প্রধানমন্ত্রীর ছবি প্রতিস্থাপন করা হয়েছে।”
২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগে মেকাপ সিনেমাটি ‘প্রদর্শন অযোগ্য’ ঘোষণা করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
সম্প্রতি ‘সেন্সর বোর্ড’ বদলে সরকার ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করলে সেখানে জমা দেওয়া হয় সিনেমাটি। গত ২৭ অক্টোবর সেখান থেকেও সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়।
আজমাত রহমান প্রযোজিত ‘সেলিব্রেটি প্রোডাকশন’ এর সিনেমা ‘মেকাপ’ কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ছিল বোর্ডের।
২০২১ সালে সেন্সর বোর্ডের চিঠিতে বলা হয়েছিল, “এ চলচ্চিত্রে অসম্মানজনক সংলাপের মাধ্যমে চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্রশিল্পকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।
“চলচ্চিত্রটি প্রদর্শিত হলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ফলে ছবিটি জনসাধারণের মধ্যে প্রদর্শনযোগ্য নয় মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এবার অনুমতি মেলায় নির্মাতা অনন্য মামুন এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন, সিনেমাটি শুক্রবারই মুক্তি পাচ্ছে।
তিনি বলেন, “সেই সময়ের সেন্সর বোর্ডের একজন মেম্বার ইচ্ছে করে চলচ্চিত্রটি আটকে রেখেছিলেন। শুধু তাই না, ‘আলো আসবেই’ গ্রুপের মেইন হোতা তিনি ছিলেন।
“৩ অগাস্ট বিটিভির প্রতিবাদ সভায় যাওয়ার জন্য সবাইকে তিনিই ফোন করেছিলেন। এখন দেখি এফডিসিতেও যাতায়াত করেন। দিন শেষে নেতারা তাদের জায়গাতেই থাকেন। কষ্ট পায় সাধারণ জনগণ।”
‘মেকাপ’ সিনেমাটি সবাইকে হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছেন এই নির্মাতা।
চলচ্চিত্র শিল্পের গল্পে নির্মিত ‘মেকাপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান ও নিপা আহমেদ।
পুরনো খবর
অনন্য মামুনের 'মেকআপ' নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি