পশ্চিমবঙ্গে ‘কেরালা স্টোরি’ দেখানোর পথ খুলে দিল আদালত

সিদ্ধান্তের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলেছিল, সিনেমাটি ‘অসত্য এবং বিকৃত কাহিনি’ নির্ভর এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 05:58 PM
Updated : 18 May 2023, 05:58 PM

আলোচিত ‘দ্য কেরালা স্টোরি’ দেখানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার; তবে সেই আদেশ স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

ফলে এখন বাঙালি নির্মাতা সুদীপ্ত সেন পরিচালিত বলিউডের সিনেমাটি পশ্চিমবঙ্গে প্রদর্শন করা যাবে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সুদীপ্কের আবেদনে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সিনেমাটি প্রদর্শনের উপর রাজ্য সরকারের নিষেধাজ্ঞা স্থগিত করে আদালত।

সুদীপ্ত এর প্রতিক্রিয়ায় বলেছেন, তার সিনেমা না দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধাজ্ঞা আরোপ করেন। দেখলে এমন সিদ্ধান্ত নিতেন না।

পশ্চিমবঙ্গে সিনেমাটি কবে দেখান শুরু হবে- সেই প্রশ্নে প্রযোজক শতদীপ সাহা বলেন, “পরপর হল মালিকদের ফোন আসছে। অনেকেই আবার সিনেমাটা দেখাতে চাইছেন। কিন্তু শুক্রবার থেকে সিনেমাটির তৃতীয় সপ্তাহ শুরু হবে। তাই পরিকল্পনামাফিক এগোতে হবে।

“তাই ঠিক কবে থেকে দর্শক আবার সিনেমাটি দেখতে পাবেন, সেটা এখনই বলতে পারছি না।”

সিনেমাটির উপর নিষেধাজ্ঞা জারি করার পর ক্ষতিপূরণ দাবি করেছিলেন শতদীপ।

তিনি এখন বলছেন, “এখনও আমি লোকসান মেটাতে পারব না। কারণ মাঝে অনেকটা সময় চলে গিয়েছে। তবে সিনেমাটি যে আবার দেখান হবে, আমি তাতেই খুশি।”

Also Read: দ্য কেরালা স্টোরি: আইএসে ভারতীয় নারীদের নিয়ে চলচ্চিত্র ঘিরে বিতর্ক

Also Read: ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ কেরালার মুখ্যমন্ত্রী

Also Read: মোদীর প্রশংসা পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ মমতার রাজ্যে নিষিদ্ধ

কেরালা রাজ্যের নারীদের ইসলামী জঙ্গি সংগঠন আইএসে যোগ দেওয়ার ঘটনা নিয়ে নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’কে ‘অসত্য এবং বিকৃত কাহিনি’নির্ভর ও সাম্প্রদায়িক উস্কানিমূলক সিনেমা উল্লেখ করে মমতা পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তির অনুমতি দেননি।

কেরালা স্টোরি মুক্তির আগে থেকেই সমালোচনার মুখে রয়েছে। অভিযোগ উঠেছে সিনেমাটির কাহিনী অতিরঞ্জিত।

এদিকে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি কেরালা স্টোরির পক্ষেই অবস্থান নিয়েছে। মধ্যপ্রদেশে সরকার এই সিনেমাটিকে সেই রাজ্যে করমুক্ত বলে ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কর্নাটকের বল্লেরির জনসভায় বলেন, এই সিনেমা সন্ত্রাসবাদের ‘মুখোশ টেনে খুলে দেবে’।

Also Read: ভারতের মহারাষ্ট্রে ‘কেরালা স্টোরি’ নিয়ে দাঙ্গা, নিহত ১