বর্তমান সময়ের চলচ্চিত্রের ভঙ্গুর অবস্থা শিল্পীদের একাকিত্ব করে দিচ্ছে বলে মনে করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
Published : 04 Jan 2025, 10:23 PM
দেশের চলচ্চিত্র শিল্পীদের বয়সকালে একাকিত্বে ভোগার পেছনে ‘ভঙ্গুর ইন্ডাস্ট্রি’ ও ‘দুর্বল গল্পেরও’ দায় দেখছেন রুপালি পর্দার অনেক অভিনেতা।
শনিবার এফডিসিতে সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমানকে শেষ বিদায় জানতে এসে এমন অভিমানের কথা শোনান শিল্পীরা।
অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, "আমাদের চলচ্চিত্রটাই একা হয়ে গেছে। নানাভাবে এই একা হয়ে যাওয়ার কারণে অঞ্জনা আরও বেশি একা হয়ে গিয়েছিলেন।
“অঞ্জনা এবং আমি যেই সময়ে অভিনয় করেছি, তখনকার মত চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যদি এখন থাকত, তাহলে এতটা একাকিত্বে হয়ত থাকতে হত না।”
তিনি বলেন, "আমাদের চলচ্চিত্র দুর্বল হতে থাকল, আমাদের চরিত্র, কাজ কমতে থাকল। তারপর থেকে সবাই একা হতে থাকলাম।
“কেউ কারো খোঁজ নেয় না। অঞ্জনার মৃত্যুর খবরটাও দুপুর ১২টায় পেয়েছি। অসুস্থতা, হাসপাতাল ভর্তি, অবস্থার অবনতি, এসবও কেউ জানায়নি। অঞ্জনার চলে যাওয়ায় বড় শূন্যতা অনুভব করছি।"
অভিনয়শিল্পীদের একাকিত্ব নিয়ে হতাশা প্রকাশ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরও। বলেন, "আমাদের এখানে শিল্পীরা একটু সিনিয়র হয়ে গেলে আর চরিত্র থাকে না, অভিনয় থাকে না। যার ফলে অভিনয়শিল্পীরা একাকিত্বে ভোগেন।
"এমন হতে থাকলে অঞ্জনা আপার মত গুণী শিল্পীরা হারিয়ে যাবে। তাদের অর্জনগুলো নিয়ে আমাদের আরও ভাবা উচিৎ।”
তার মতে, “অন্য দেশে ভালো গল্প হচ্ছে, জ্যেষ্ঠ শিল্পীরা কাজ পাচ্ছেন। কিন্তু আমাদের এখানেই হচ্ছে না।
“একাকিত্ব থেকে বের করে আনার চেষ্টা সবাইকে করতে হবে। অঞ্জনা আপা অনেক ভালো মনের মানুষ ছিলেন। তার প্রাণবন্ত ও হাসিমাখা মুখ মিস করব।"
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টা ২০ মিনিটে মারা যান অঞ্জনা।
শনিবার বেলা সোয়া ১১টায় অভিনেত্রীর মরদেহবাহী গাড়িটি এফডিসিতে প্রবেশ করে।
সেখানে তাকে দেখতে আগে থেকেই অপেক্ষায় ছিলেন অভিনেতা আলমগীর, উজ্জল, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, নূতনসহ রূপালি পর্দার অনেক তারকা।
এফডিসিতে সহশিল্পীদের শ্রদ্ধা নিবেদনে এবং সেখানে প্রথম দফা জানাজা শেষে তাকে নেওয়া হয় চ্যানেল আইয়ের প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমানকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
আরও পড়ুন:
অঞ্জনাকে কোনোদিন অসুস্থ দেখিনি, হঠাৎ চলে গেল: সাবিনা ইয়াসমিন
ছন্দ-ঘুঙুরের যে জীবন ধরা দিয়েছিল সেলুলয়েডে
চেনা আঙিনায় কফিনবন্দি হয়ে এলেন অঞ্জনা, শেষ শ্রদ্ধা সতীর্থদের