অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন দেওয়া হয়েছে, বলছেন অঞ্জনার ছেলে।
Published : 02 Jan 2025, 12:03 AM
হাসপাতালে চিকিৎসাধীন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমানের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে।
বুধবার রাতে তাকে আইসিইউতে নেওয়ার কথা জানিয়েছেন ছেলে নিশাত রহমান মনি।
গ্লিটজকে তিনি বলেন, “আম্মুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাতে ভেন্টিলেশন দেওয়া হয়েছে।”
ঢাকার একটি হাসপাতালে দশ দিন ধরে চিকিৎসাধীন অঞ্জনা রহমান। জ্বর হওয়ার পর থেকেই এ অভিনেত্রী বেশি অসুস্থ হয়ে পড়েন বলে এর আগে তার ছেলে জানান।
নিশাত বলেন, রক্তের সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাকে আইসিইউতে নেওয়া হলেও পরে কিছুটা উন্নতি হলে সিসিইউতে নেওয়া হয়। বুধবার রাতে ফের তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
অঞ্জনা ৪০ বছরের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছেন। সংস্কৃতিমনা পারিবারিক আবহে ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন। নৃত্যে ছিল বিশেষ দুর্বলতা। বাবা-মা তাকে ভারতে পাঠান নৃত্য শেখাতে। সেখানে তিনি ব্যক্তিগতভাবে ওস্তাদজি বাবুরাজ হীরালালের অধীনে বেশ ভালোভাবেই কত্থক নৃত্য আয়ত্ত করে দেশে ফেরেন।
‘পরিণীতা’ (১৯৮৬) ও ‘গাংচিল’ (১৯৮২) সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান অঞ্জনা।
জাতীয় পুরস্কারের পাশাপাশি দু’বার বাচসাস, নৃত্যে দু’বার শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার পেয়েছেন।
ঢাকাই ছবির নায়করাজ রাজ্জাকের সঙ্গে ৩০টি ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা। এর মধ্যে ‘অশিক্ষিত’, ‘রজনীগন্ধা’, ‘আশার আলো’, ‘জিঞ্জির’, ‘আনারকলি’, ‘বিধাতা’, ‘বৌরানী’, ‘সোনার হরিণ’, ‘মানা’, ‘রামরহিমজন’, ‘সানাই’, ‘সোহাগ’, ‘মাটির পুতুল’, ‘সাহেব বিবি গোলাম’ ও ‘অভিযান’ উল্লেখযোগ্য।
দীর্ঘদিন ধরে পর্দায় সক্রিয় না হলেও চলচ্চিত্র অঙ্গনে নিয়মিতই যাতায়াত তার। সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হন।এনএসএম
আরও পড়ুন-