‘পরিণীতা’ (১৯৮৬) ও ‘গাংচিল’ (১৯৮২) সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান অঞ্জনা।
Published : 30 Dec 2024, 07:09 PM
রক্তের সংক্রমণ নিয়ে ঢাকার একটি হাসপাতালে আট দিন ধরে চিকিৎসাধীন আছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান।
প্রথমে তাকে আইসিইউতে ভর্তি করা হলেও কিছুটা উন্নতির পর সিসিইউতে স্থানান্তর করা হয় বলে সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অঞ্জনার ছেলে নিশাত রহমান।
তিনি বলেন, “আগের চেয়ে আম্মু আজ একটু ভালো আছেন। আট দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রক্তে সংক্রমণ ধরা পড়েছে।”
অঞ্জনা ৪০ বছরের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছেন। সংস্কৃতিমনা পারিবারিক আবহে ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন। নৃত্যে ছিল বিশেষ দুর্বলতা। বাবা-মা তাকে ভারতে পাঠান নৃত্য শেখাতে। সেখানে তিনি ব্যক্তিগতভাবে ওস্তাদজি বাবুরাজ হীরালালের অধীনে বেশ ভালোভাবেই কত্থক নৃত্য আয়ত্ত করে দেশে ফেরেন।
‘পরিণীতা’ (১৯৮৬) ও ‘গাংচিল’ (১৯৮২) সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান অঞ্জনা।
জাতীয় পুরস্কারের পাশাপাশি দু’বার বাচসাস, নৃত্যে দু’বার শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার পেয়েছেন।
ঢাকাই ছবির নায়করাজ রাজ্জাকের সঙ্গে ৩০টি ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা। এর মধ্যে ‘অশিক্ষিত’, ‘রজনীগন্ধা’, ‘আশার আলো’, ‘জিঞ্জির’, ‘আনারকলি’, ‘বিধাতা’, ‘বৌরানী’, ‘সোনার হরিণ’, ‘মানা’, ‘রামরহিমজন’, ‘সানাই’, ‘সোহাগ’, ‘মাটির পুতুল’, ‘সাহেব বিবি গোলাম’ ও ‘অভিযান’ উল্লেখযোগ্য।
দীর্ঘদিন ধরে পর্দায় সক্রিয় না হলেও চলচ্চিত্র অঙ্গনে নিয়মিতই যাতায়াত তার। সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হন।