Published : 30 Jul 2023, 09:13 PM
ভোটার খরার মধ্যে অনুষ্ঠিত চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বিজয়ী হয়েছেন।
১৫৬টি কেন্দ্রের এই আসনে ৫২ হাজার ৯২৩ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বাচ্চু।
রোববার দিনভর ইভিএমে ভোটগ্রহণের পর রাতে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে স্থাপিত ফল পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা করেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির (লাঙ্গল) মো. শামসুল আলম পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫৭২ ভোট।
এছাড়া তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) দীপক কুমার পালিত ১২৩০ ভোট , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া (ছড়ি) ৫৭৯ ভোট , স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভুঁইয়া (রকেট) ৩৬৯ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী আরমান আলী (বেলুন) ৪৮০ ভোট পেয়েছেন।
এই আসনের মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন, পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং তৃতীয় লিঙ্গ ২৩ জন।
মোট ভোটারের মধ্যে ৫৭ হাজার ১৫৩ জন ভোট দিয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। ভোটের হার ১১ দশমিক ৭ শতাংশ।
আওয়ামী লীগের আফছারুল আমীনের মৃত্যুতে মাত্র পাঁচ মাস সময়ের জন্য রোববার এই আসনের উপ-নির্বাচন করতে হয়েছে ইসিকে।
সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা-১০ আসনের উপনির্বাচনেও একই রকম ভোটার খরা দেখা গেছে। সেখানে ভোটের হার ছিল ১১ দশমিক ৫ শতাংশ।
বিএনপিসহ অধিকাংশ দলের অনুপস্থিতিতে নিরুত্তাপ চট্টগ্রামের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কত হয়, তা নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা।
ভোটারদের আবেদন নিবেদন করেছি, যাতে ভোট দিতে আসেন: নৌকার প্রার্থী বাচ্চু
সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ১৫টি কেন্দ্রে ঘুরে দুয়েকটি কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে। বাকি সব কেন্দ্রে ভোটার ছিল হাতে গোনা। বেশিরভাগ ভোটকক্ষ ছিল ফাঁকা। আর ভোট গ্রহণ কর্মকর্তারা ছিলেন ভোটারেরর অপেক্ষায়।
কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জটলা দেখা গেলেও কেন্দ্রের ভিতর সেই তুলনায় ভোটার সংখ্যা ছিল নগন্য।
দিন শেষে দেখা গেল, মোট যত ভোট পড়েছে তার ৯২ দশমিক ৬ শতাংশ ভোট একাই পেয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী বাচ্চু।
সকাল ৮টায় নগরীর নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি জয়ের আশাবাদ প্রকাশ করেছিলেন।
রাতে ফল ঘোষণার পর বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আমার সংসদীয় এলাকার ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবার আগে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
ভোটের হার কম হওয়ার বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বাচ্চু বলেন, “কিছুক্ষণ পর আমি আমাদের দলের নেতা-কর্মীদের সাথে একত্রিত হব। তার আগে আর কিছু বলতে চাই না।”
ফল ঘোষণার পর চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, “ভোটার উপস্থিতি বিষয়ে আনুষ্ঠানিকভাবে আগামীকাল বক্তব্য দেওয়া হবে। আজ আর কিছু বলতে চাই না।”
গোলযোগ ছাড়াই ভোট শেষ হওয়ায় সন্তোষ জানিয়ে তিনি বলেন, “অত্যন্ত সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।”
এই আসনের ১৫৬টি কেন্দ্রের ১২৫১টি ভোট গ্রহণ কক্ষের সবগুলোতে ভোটগ্রহণ হয় ইভিএমে।