Published : 30 Jul 2023, 10:19 AM
চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নিজের ভোট দিয়ে জয়ের আশা জানালেন; ভোটাররাও কেন্দ্রে আসবেন, সেই আশার কথা বললেন।
পৌনে পাঁচ লাখ ভোটারের এ সংসদীয় আসনে রেববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে।
নগরীর নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই লাইনে দাঁড়ানো দেখা যায় জনা পনের ভোটারকে।
সোয়া ৮টার দিকে এই কেন্দ্রে আসেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু; এরপর নিজের ভোট দেন।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি ভোট দিয়েছি। এখানে পাশেই ভোটাররা লাইনে আছেন। উনারাও ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সাথে ভোটার আরো বাড়বে আশা করি।”
বছরখানেক ধরে সব ধরনের নির্বাচন বর্জন করে আসা বিএনপি এ উপ নির্বাচনেও কোনো প্রার্থী দেয়নি। দুজন স্বতন্ত্রসহ প্রার্থী হয়েছেন মোট ছয়জন।
জাতীয় নির্বাচনের মাস পাঁচেক আগে এ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ বলে বিশ্লেষকরা মনে করছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নৌকার প্রার্থী বাচ্চু বলেন, "পরিবেশ খুব ভালো। শান্তিপূর্ণ পরিবেশ আছে। ভোটারদের আবেদন নিবেদন করেছি, যাতে উনারা ভোট দিতে আসেন৷ উনারা আসছেন।"
তিনি বলেন, "এখন পর্যন্ত যে খবর পেয়েছি, ইভিএমে কোথাও কোথাও একটু সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট পোলিং এজেন্টদের বলেছি, তাদের প্রিজাইডিং অফিসারদের সাথে যোগাযোগ করে এর ব্যবস্থা নিতে, যাতে ভোটদানে কোনো সমস্যা না হয়।"
জয়ের আশাবাদ জানিয়ে মহিউদ্দিন বাচ্চু বলেন, "সম্প্রতি হওয়া কয়েকটি নির্বাচনের ট্রেন্ড দেখলে বলতে পারি, আমি বিজয়ের বিষয়ে আশাবাদী।"
এ সময় বাচ্চুর সাথে থাকা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, "ভোট মাত্র শুরু হয়েছে। কেন্দ্রে ভোটাররা আসছেন। এখানেও ভোটার আছে। পরিবেশ ভালো।"
এই কেন্দ্রে ভোট দিতে আসা লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বর্ষীয়ান আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট দিতে কোনো কষ্ট হয়নি। দলের টানে এসেছি। ভোট দিতে পেরেছি সুন্দরভাবে।"
আবুল খায়ের নামে এক ভোটার বলেন, "সকালে চাকরিতে যাবার আগে ভোট দিতে এসেছি। খুবই সুন্দর পরিবেশ।"
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নাজমুল হুদা জানালেন, কেন্দ্রে মোট ভোটার ২৩১৯ জন, বুথ ৬টি।
"শুরুতে একজন ভোটার জোরে চাপ দেওয়ায় ফিঙ্গার ম্যাচিং না হয়ে মেশিনটি কাজ করছিল না। কয়েক মিনিট পর মেশিনটি সচল হয়েছে।"
এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার স্ত্রী হালিশহর এ ব্লকে আলোর ঝুটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছে। সেখানে আমি গিয়েছিলাম। কেন্দ্রে কোনো লাইন নেই। ভোটার উপস্থিতি কম।
"ভোটাররা ভয় পান কেন্দ্রে গেলে তাদের বের করে দেবে কিনা। তাই কম যান। দেখি কি হয়। ভোট সুন্দরভাবে হচ্ছে। ইভিএম মেশিন ভালোভাবে কাজ করছে বলে জেনেছি এখন পর্যন্ত।"
এ আসনের ১৫৬টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।
ভোটের লড়াইয়ে থাকা ছয় প্রার্থী হলেন– আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির মো. শামসুল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র মনজুরুল ইসলাম ভুঁইয়া (রকেট) এবং স্বতন্ত্র প্রার্থী আরমান আলী (বেলুন)।