প্রথম দিন চট্টগ্রাম বোর্ডের কোথাও কোনো শিক্ষার্থী বহিষ্কার হযনি।
Published : 10 Apr 2025, 07:11 PM
মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন চট্টগ্রামে এগারশর বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২৪ হাজার ৪৪৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে এক লাখ ২৩ হাজার ২৭১ জন পরীক্ষার্থী।
বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার শুরু হয়েছে এবছরের এসএসসি পরীক্ষা, যা শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) ৮ মে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবছর চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা মিলে এক হাজার ১৬৪টি বিদ্যালয়ের এক লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল।
এর মধ্যে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষার মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জন।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবছর ২১৯টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষা ‘সুষ্ঠুভাবে’ সম্পন্ন হয়েছে।
পরীক্ষার প্রথম দিন কোথাও কোনো বহিষ্কার বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। এদিন এক হাজার ১৭৩ জন পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিলেন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলা প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম জেলার পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৬১৫ জন। এর মধ্যে ৮৮ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
কক্সবাজার জেলায় ১৮ হাজার ২৬৮ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ১৮ হাজার ৭৮ জন।
তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ছয় হাজার ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ছয় হাজার ৯০, খাগড়াছড়িতে ছয় হাজার ৪৭২ পরীক্ষার্থীর মধ্যে ছয় হাজার ৩৭৮ এবং বান্দরবানে তিন হাজার ৯৩৮ জনের মধ্যে তিন হাজার ৮৮৮ জন অংশ নিয়েছে।
এদিকে শ্রুতি লেখক জটিলতায় চট্টগ্রাম নগরীর বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বসে সময় পার করেছেন সাত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী।
নগরীর হামজারবাগ এলাকার রহমানীয়া উচ্চ বিদ্যালয়ের এ সাত শিক্ষার্থী নিয়ম না মেনে নিজেদের মত করে শ্রুতি লেখক ঠিক করেন। সেই শ্রুতি লেখকদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
পুরনো খবর
শ্রুতি লেখক জটিলতায় পরীক্ষা দেওয়া হলো না ৭ দৃষ্টিপ্রতিবন্ধীর