মেয়র শাহাদাত ফিলিস্তিনের জন্য চট্টগ্রামে দিনব্যাপী ‘ফান্ডরেইজিং ইভেন্ট’ আয়োজন করতে চান।
Published : 18 Apr 2025, 12:35 AM
যুদ্ধপিড়িত ফিলিস্তিনের নাগরিকদের সহায়তার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে ১২ লাখ টাকা দিয়েছেন চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার ঢাকার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে গিয়ে তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে ওই চেক হস্তান্তর করেন বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় মেয়র শাহাদাত বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘ সময় ধরে জুলুম, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার। একজন নাগরিক এবং জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা এবং সংহতির প্রতীক।"
রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান মেয়রের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে থেকেছে। চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেনের এই উদারতা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।”
দূতাবাসের মিলিটারি অ্যাটাশে কর্নেল মাহমুদ এম জে আলশাহাওনাহ এবং প্রধান প্রশাসনিক কর্মকর্তা আফিয়া ইবনাত এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় উভয় পক্ষ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
মেয়র শাহাদাত রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান এবং বলেন, “আমি চাই চট্টগ্রামের জনগণ সরাসরি ফিলিস্তিনের মানুষের কষ্ট এবং সংগ্রামের কথা জানুক। রাষ্ট্রদূত ও তার টিমকে নিয়ে চট্টগ্রামে একটি জনমত গঠনের কর্মসূচি এবং একটি দিনব্যাপী ফান্ডরেইজিং ইভেন্ট আয়োজন করব।”
রাষ্ট্রদূত চট্টগ্রাম সফরে সম্মতি জানান এবং বলেন, “ফিলিস্তিনের পক্ষ থেকে বাংলাদেশি জনগণের এই সহমর্মিতা চিরকাল স্মরণীয় থাকবে।”