“এনআইডি সেবা কার্যক্রম অন্য ডিপার্টমেন্টে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে,” বলেন নির্বাচন কর্মকর্তা বেলায়েত।
Published : 13 Mar 2025, 06:45 PM
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মীরা।
সারা দেশে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তারা নগরীর লাভলেইন এলাকায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
সেখানে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বলেন, “এনআইডি পরিষেবা আমরা গত ১২ বছর ধরে জন্ম দিয়েছি, লালন করেছি। এটাকে আমরা বাংলাদেশের যেকোনো তথ্যের চেয়ে সর্বোচ্চ গুণমান সম্পন্ন তথ্যে পরিণত করেছি। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। আমরা চাই বাংলাদেশের স্বার্থে এ সেবাটা নতুন কোনো জায়গায় গিয়ে আরও বেশি বিশৃঙ্খল না হোক।
“আমরা আশা করি এটা এখানে (নির্বাচন কমিশনে) থাকলে বাংলাদেশের যে স্থিতিশীলতা তৈরি হয়েছে, অন্য ডিপার্টমেন্টে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা জাতীয় স্বার্থে এটা নির্বাচন কমিশনে রাখার জন্য দাবি জানাচ্ছি।”
চট্টগ্রাম জেলা নির্বাচনি কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদও এনআইডি পরিষেবা ইসির অধীন রাখার দাবি তুলে ধরেন।
জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালনের ঘোষণা দেন নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এর অংশ হিসেবে সারা দেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মীরা বৃহস্পতিবার অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখতে সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে সরকারের তরফ থেকে কোনো ধরনের ‘অগ্রগতি’ না পাওয়ায় মানববন্ধনসহ ‘কঠোর’ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন-
এনআইডি সেবা: ইসিতে রাখার দাবিতে সারাদেশে বৃহস্পতিবার অবস্থান