চট্টগ্রাম চিড়িয়াখানায় এল বাদশাহ-নোভার উত্তরসূরি

বিদেশ থেকে পাঁচ ধরনের প্রাণী ও পাখি কেনা হয়েছে সাম্প্রতিক সময়ে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2023, 02:57 AM
Updated : 17 March 2023, 02:57 AM

চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহ জুটি বাদশাহ-নোভার উত্তরসূরি হিসেবে দুটি সিংহ এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে।

বৃহস্পতিবার রাতে একই সঙ্গে চার জোড়া ‘ওয়াইল্ড বিস্ট’ আসার তথ্যও দিয়েছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এসব প্রাণী আমদানিকারক প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের অধীনে ১৫ দিন কোয়ারেন্টিনে থাকবে। এরপর সুস্থতা সাপেক্ষে সেগুলো বুঝে নেওয়া হবে। এরমধ্যে যেকোনো কিছুর দায়-দায়িত্ব আমদানিকারক প্রতিষ্ঠানের।

চিড়িয়াখানার নিজস্ব তহবিল থেকে এক কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সিংহসহ পাঁচ ধরনের প্রাণী কেনার প্রকল্পের অংশ হিসেবে এল এগুলো।

এর আগে ২০২২ সালের অক্টোবরে প্রথম দফায় নেদারল্যান্ডস থেকে তিন জোড়া করে ক্যাঙ্গারু ও লামা আনা হয়।                               

শেষ ধাপে বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া সিংহ ও চার জোড়া ওয়াইল্ড বিস্ট এসে পৌঁছেছে।

এর মাঝে গত ফেব্রুয়ারি মাসে তিন জোড়া লাল সবুজ ম্যাকাও পাখি আনা হয়।

বছর সাতেক আগে ধুমধাম করে বিয়ে দেওয়া হয় চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহ জুটি বাদশাহ-নোভার। তবে এসময়ে বংশ বাড়েনি এ জুটির।

এছাড়া প্রাণী দুটি তাদের গড় আয়ুর শেষ প্রান্তে থাকায় এ দম্পতির নিজস্ব উত্তরসূরি আসার সম্ভাবনাও কমতে থাকার কথা জানিয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

যে কারণে ২০২১ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে চিড়িয়াখানার জন্য নতুন সিংহ চেয়ে চিঠি দেওয়া হয়। তবে বছর গড়ালেও সে চিঠির সাড়া না মেলায় ২০২২ সালের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকা থেকে সিংহ কেনার উদ্যোগ নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

নগরীর একমাত্র এ চিড়িয়াখানায় বর্তমানে প্রায় ৭৩ প্রজাতির ছয় শতাধিক পশু-পাখির মধ্যে এ সিংহ জুটির বয়স ১৮ বছরেরও বেশি। এরমধ্যে প্রায় ১১ বছর একাই ছিল নোভা নামের সিংহটি।

এটির জন্য সঙ্গী আনার উদ্যোগের অংশ হিসেবে ২০১৬ সালে অদল-বদল প্রক্রিয়ার মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী ‘বর্ষাকে’ রংপুরে পাঠিয়ে সেখান থেকে আনা হয় সিংহ ‘বাদশাহকে’।

সেসসয় নোভা ও বাদশাহকে এক খাঁচায় দেওয়ার সময় বেশ ধুমধামের আয়োজন করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ; যা সিংহ-সিংহীর ‘বিয়ে’ বলে প্রচার পায়।

তবে গত কয়েকবছরে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘসহ বিভিন্ন প্রাণী একাধিকবার শাবক প্রসব করলেও সিংহ-সিংহীর বেলায় তা হয়নি। সিংহরা সাধারণত ১৫ থেকে ১৭ বছর বাঁচে।

আরও পড়ুন:

Also Read: চট্টগ্রামে সিংহ জুটি বাদশাহ-নোভার উত্তরসূরি আসছে আফ্রিকা থেকে

Also Read: বাদশাহ-নোভার উত্তরসূরির খোঁজে চট্টগ্রাম চিড়িয়াখানা

Also Read: চিড়িয়াখানায় ঘটা করে বিয়ে: রংপুরের বরে একাকিত্ব ঘুচল চট্টগ্রামের কনের

Also Read: চট্টগ্রাম চিড়িয়াখানায় এল ক্যাঙ্গারু ও লামা