Published : 06 May 2025, 04:50 PM
চট্টগ্রামে ময়লার স্তূপ থেকে ‘পরিত্যক্ত’ অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের পর পুলিশ বলছে, সেগুলোর মধ্যে দুইটি কোতোয়ালী থানা পুলিশের। যেগুলো গেল বছর সরকার পতনের দিন থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল।
এছাড়া উদ্ধার করা আরেকটি রিভলবার নগরীর অন্য কোনো থানা থেকে লুট করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
নগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নগরীর বাকলিয়া থানার মেরিন ড্রাইভের উত্তর পাশে সিরাজ জমিদারের বাড়ি সংলগ্ন ময়লার স্তূপ থেকে সোমবার রাতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলের তৈরি দুইটি ৯ এমএম পিস্তল, ইংল্যান্ডের তৈরি একটি রিভলবার ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করে।
জুলাই গণঅভ্যুত্থানে গেল বছরের ৫ অগাস্টে সরকার পতন হলে রাজধানী ও দেশের বিভিন্ন জেলা শহরের মত চট্টগ্রামেও পুলিশি স্থাপনায় হামলার ঘটনা ঘটে।
এসময় নগরীর কোতোয়ালী, পতেঙ্গা, হালিশহর, ইপিজেড, পাহাড়তলীসহ বেশ কয়েকটি থানার অস্ত্রাগার ও মালখানা লুট হওয়ার ঘটনা ঘটে।
চট্টগ্রামের পুলিশ বলছে এসব থানা থেকে প্রায় ‘এক হাজারের মত অস্ত্র লুট হয়’। সেগুলোর মধ্যে কিছু অস্ত্র ও গুলি উদ্ধারও করেছে পুলিশ।
গত ৩ মার্চ রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে 'গণপিটুনিতে' দুই জামায়াত কর্মী নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল।
৬ মার্চ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সনতু বলেছিলেন, উদ্ধার করা অস্ত্রটি সিএমপি কোতোয়ালী থানা পুলিশের। যেটি থানা থেকে লুট হয়েছিল।
পুলিশের লুট হওয়া অস্ত্র কেনাবেচার অভিযোগে ২১ মার্চ এক পুলিশ সদস্যসহ ছয় জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া রিয়াদ নামে ওই পুলিশ সদস্য চাঁদপুর জেলা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুরানো খবর:
সাতকানিয়ায় গণপিটুনি: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপি'র কোতোয়ালী থানা