কনস্টেবল রিয়াদ চাঁদপুর জেলা পুলিশে কর্মরত। গ্রেপ্তারের পর তাকে বরখাস্ত করা হয়েছে।
Published : 22 Mar 2025, 12:20 AM
চট্টগ্রামে থানা থেকে ‘লুট হওয়া অস্ত্রের কেনাবেচায়’ জড়িত থাকার অভিযোগে এক কনস্টেবলসহ ছয়জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
নগরীর কাঠগর এলাকা থেকে বৃহস্পতিবার একটি পিস্তল ও ছয় রাউন্ডগুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পরের দিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর তথ্য দিয়েছেন পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কনস্টেবল মো. রিয়াদ, আব্দুল গণি, আবু বক্কর, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও মো. ইসহাক।
কনস্টেবল রিয়াদ চাঁদপুর জেলা পুলিশে কর্মরত। গ্রেপ্তারের পর তাকে বরখাস্ত করা হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোতোয়ালী থানা পুলিশ পতেঙ্গা কাঠগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ পতেঙ্গা থানায় তাদের সোপার্দ করে মামলা করেছে।”
ওসি বলেন, কনস্টেবল রিয়াদসহ তিন জন আদালতে জবানবন্দি দিয়েছেন। দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া গেছে।
গত ৩ মার্চ রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে 'গণপিটুনিতে' দুই জামায়াত কর্মী নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল।
৬ মার্চ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেছিলেন, উদ্ধার করা অস্ত্রটি সিএমপি কোতোয়ালী থানা পুলিশের।
এরপর একটি সংবাদমাধ্যমে সংবাদ আসে, লুট হওয়া অস্ত্র বিক্রির সঙ্গে কনস্টেবল রিয়াদও জড়িত।
বিভাগীয় তদন্তের অংশ হিসেবে রিয়াদকে জিজ্ঞাসাবাদ করে কোতোয়ালী থানা পুলিশ। এরপর তার দেওয়া তথ্যে এ অস্ত্র উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিয়াদের তথ্যে গণির কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।