শৈশবের কোচ নাজমুল আবেদীনের সঙ্গে আরও দুই দিন নিবিড়ভাবে কাজ করবেন সাকিব আল হাসান।
Published : 25 Oct 2023, 08:21 PM
বিশ্বকাপের মাঝপথে ভারত থেকে দেশে ফিরে গেছেন অধিনায়ক, অথচ বাংলাদেশ দল থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা নেই। বুধবার দুপুরে মিরপুরের ইনডোরে অনুশীলন করেছেন সাকিব আল হাসান। অথচ টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবি রাত ৮টা পর্যন্তও কিছু জানায়নি। অনেক চেষ্টার পর টিম ডিরেক্টর খালেদ মাহমুদের কাছ থেকে জানা গেল, ব্যক্তিগত প্রয়োজনের কথা জানিয়ে ছুটি নিয়ে দেশে ফিরেছেন সাকিব।
সেই প্রয়োজনটা যে আসলে অনুশীলন করা, সেটি তো এতক্ষণে প্রায় সবার জানাই হয়ে গেছে। মূলত তার শৈশবের কোচ ও বিকেএসপির এখনকার ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতেই দেশে ফিরেছেন সাকিব। দেশের ক্রিকেটের দারুণ শ্রদ্ধেয় এই কোচ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, প্রথম দিন তিন ঘণ্টার ব্যাটিং সেশন হয়েছে। পরের দুই দিনেও আরও নানা কিছু ঝালাই করার কাজ চলবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ে মঙ্গলবার স্রেফ ১ রান করেই আউট হন সাকিব। বাজে শট খেলে আউট হওয়ায় হতাশায় ব্যাট দিয়ে স্টাম্পে মারতে উদ্যত হয়েছিলেন তিনি। গত বিশ্বকাপ স্বপ্নের মতো কাটানো এই অলরাউন্ডার এবার দেখছেন উল্টো রূপ। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪০ রানের ইনিংস খেললেও বাকি তিন ইনিংস মিলিয়ে তার রান ১৬।
বল হাতে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিলেও পরের ৩ ম্যাচে শিকার করতে পেরেছেন কেবল ১টি করে উইকেট। রানও দিয়েছেন তার নিজের মানের তুলনায় বেশ বেশি।
বুধবার তিনি দলের সঙ্গে আসেননি পরবর্তী ম্যাচের শহর কলকাতায়। মুম্বাই থেকে যখন গোটা দল কলকাতার পথে, সাকিব ততক্ষণে দেশে ফিরে মিরপুরে অনুশীলন করে যাচ্ছেন!
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানালেন, অনুশীলন করতে সাকিবের দেশে ফেরার ব্যাপারটি তারা জানতেন না।
“সাকিব বলেছে সে ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরতে চায়। আজকে তো এমনিতেই ভ্রমণের দিন, আগামীকাল ইডেনে দলের ঐচ্ছিক অনুশীলন। কোচ তাই ওকে ছুটি দিয়েছে। শুক্রবারই ওর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।”
ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন আছে দলের। শুক্রবার অনুশীলন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শনিবার নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের লড়াই।
নাজমুল আবেদীন যা বললেন, তাতে ম্যাচের আগে ইডেনে দলের সঙ্গে সাকিবের অনুশীলন করার সম্ভাবনা সামান্যই।
“গতকালকেই জানতে পেরেছি যে সাকিব আসছে। আজকে তিন ঘণ্টার সেশন হয়েছে ওর সঙ্গে। আগামী দুই দিনের পরিকল্পনা হলো পুরো দিনই অনুশীলন করা। এরপর সে নেদারল্যান্ডস ম্যাচের জন্য দলের সঙ্গে যোগ দেবে।”
অনুশীলনে টেকনিক্যাল কোনো ঘাটতি বা সমস্যা নিয়ে কাজ হলো নাকি বিশেষ কোনো কিছু নিয়ে, তা স্বাভাবিকভাবেই খোলাসা করতে চাননি নাজমুল। তবে বিশ্বকাপের সামনের ম্যাচগুলোয় সাকিবের কাছ থেকে ভালো কিছুর আশা তিনি করছেন।
“আজকে শুধু ব্যাটিং নিয়েই কাজ হয়েছে। সামনের দুই দিনে বোলিংয়ের কাজও হতে পারে। আজকে অনুশীলনের পর ওকে বেশ ভালো দেখাচ্ছে। তবে কতটা কাজ হলো, সেটা তো ম্যাচে বোঝা যাবে। ম্যাচে ভালো করলে তবেই না কার্যকারিতা ফুটে উঠবে। আশা করি, সাকিব ভালো করবে ও দলকে জেতাবে।”
সাকিব যখন বিকেএসপিতে নিজেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন, নাজমুল আবেদীন তখন ছিলেন সেই প্রতিষ্ঠানের কোচ। তবে তিনি বিসিবিতে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন দীর্ঘদিন। পরে আবার ফিরে গেছেন বিকেএসপিতে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের কোচ-পরামর্শক হিসেব কাজ করেন নিয়মিতই।
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে জরুরি মনে হলেই নাজমুলের দুয়ারে কড়া নাড়েন সাকিব। শৈশবের এই কোচের সঙ্গে কাজ করে বিভিন্ন সময়ে বোলিং ও ব্যাটিংয়ের নানা দিক শানিত করে বেশ সুফলও পেয়েছেন তিনি।