এত বড় ‘নো’ বল!
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2019 07:42 PM BdST Updated: 12 Dec 2019 12:39 AM BdST
ডেলিভারিটি হওয়া মাত্র চমকে গেলেন প্রেসবক্সের অনেকে। টিভি রিপ্লে দেখার পর বিস্ময়ের মাত্রা বেড়ে গেল আরও। যারা দেখেছেন, বিস্মিত হওয়ার কথা তাদের সবার। এত বড় ‘নো’ বল করলেন বাঁহাতি পেসার ক্রিশমার সান্টোকি!
বিপিএলের উদ্বোধনী দিনে সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা সেটি। সান্টোকির তৃতীয় বলটিও ছিল যথেষ্ট কৌতুহল জাগানিয়া। লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে হয়েছিল ওয়াইড। পঞ্চম ডেলিভারিতে সেই বিশাল ‘নো বল।
টিভি রিপ্লেতে দেখা গেল, বল ডেলিভারির সময় সান্টোকির সামনের পা পড়েছে বোলিং ক্রিজের অন্তত এক হাত বাইরে! সব ক্রিকেটীয় কারণ মাথায় রাখলেও এমন ‘নো’ বল অস্বাভাবিক।
‘নো’ বল ক্রিকেটে হয়ই। বোলারের বাড়তি কিছু করার চেষ্টায় অনেক সময় বড় ‘নো’ বলও হয়। কিন্তু এত বড় ‘নো’ খুবই বিরল। সান্টোকির ডেলিভারিতে বাউন্সার-ইয়র্কার করা বা বাড়তি কোনো কিছুর চেষ্টাও চোখে পড়েনি।
সান্টোকির ‘নো’ বল অনেককেই মনে করিয়ে দিয়েছে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে পাকিস্তানের মোহাম্মদ আমিরের ‘নো’ বলকে। পরে প্রমাণ হয়েছিল, সেই ‘নো’ বলটি ছিল স্পট ফিক্সিংয়ের কারণে। সান্টোকির এই ‘নো’ বল আমিরের সেই ডেলিভারি থেকেও বড়।
-
ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে বেড়ে চলেছে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার