দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন।
Published : 28 Apr 2024, 11:07 PM
সবশেষ বিপিএলে ঝড়ো ব্যাটিংয়ে দাবিটা জানান তানজিদ হাসান। তবে এর আগেই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা হয়ে যাওয়ায় সেবার সুযোগ পাননি বাঁহাতি ওপেনার। পরের সিরিজেই অবশ্য তার সামনে খুলে গেল টি-টোয়েন্টির দুয়ার। প্রথমবার এই সংস্করণে জাতীয় দলে ডাক পেলেন তিনি।
বিসিবি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দল ঘোষণা করেছে। তানজিদের প্রথমবার ডাক পাওয়া দলে দীর্ঘ দিন পর ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও পারভেজ হোসেন। এছাড়া আফিফ হোসেন ও তানভির ইসলামও আছেন ফেরার তালিকায়।
সিরিজ শুরুর আগেই আইপিএল থেকে ফিরে এলেও প্রথম তিন ম্যাচ খেলবেন না মুস্তাফিজুর রহমান। টানা খেলার ধকল কাটিয়ে উঠতে তাকে কিছু দিন সময় দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এছাড়া শ্রীলঙ্কা সিরিজে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি সৌম্য সরকার। ওই সিরিজের দলে প্রথমবার ডাক পাওয়া আলিস আল ইসলামও যথাসময়ে ফিট না হওয়ায় দলে বিবেচিত হননি।
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের। যদিও প্রথম তিন ম্যাচে নেই তিনি। তবে নির্বাচকদের শেষ দুই ম্যাচের ভাবনায় আছেন সাকিব, সৌম্য ও মুস্তাফিজ।
সবশেষ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে ১২ ম্যাচে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ১২ ইনিংসে ৩৮৪ রান করেন তানজিদ। স্ট্রাইক রেট ১৩৫.৬৮, টুর্নামেন্টে বাংলাদেশের অন্য যে কোনো ওপেনারের চেয়ে বেশি।
খুলনা টাইগার্সের বিপক্ষে ৮টি করে চার-ছক্কায় ৬৫ বলে তিনি খেলেন ১১৬ রানের ঝলমলে ইনিংস। এছাড়া আরও দুটি ম্যাচে চল্লিশ ছোঁয়া ইনিংস আসে তার ব্যাট থেকে।
বিসিবির পাঠানো ভিডিওবার্তায় জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার বলেছেন, টি-টোয়েন্টির সঙ্গে মানানসই আগ্রাসী ঘরানার ব্যাটিংয়ের সামর্থ্যের কারণেই দলে নেওয়া হয়েছে তানজিদকে।
“দলের তিন ওপেনারের মধ্যে তানজিদের এখনও অভিষেক হয়নি। তাকে প্রতিশ্রুতিশীল মনে হয়েছে আমাদের। টি-টোয়েন্টি ক্রিকেটে যেই ধরনের ব্যাটিং করা উচিত, তার মধ্যে সেই সামর্থ্য আছে। সেই ভাবনা থেকেই তাকে আমরা দলে নিয়েছি।”
তানজিদের মতোই ঘরোয়া ক্রিকেটে মেরে খেলার সামর্থ্য দেখিয়েছেন পারভেজ। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি (৪২) তার। তবে সেটি প্রায় সাড়ে ৩ বছর আগের। ২০২২ সালে জিম্বাবুয়ে সফরে এই সংস্করণে অভিষেক হয় তার।
একটি মাত্র ম্যাচ খেলে সেবার জায়গা হারান তরুণ ওপেনার। এরপর গত বছরের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পারভেজ। তবে একইসময় ওয়ানডে বিশ্বকাপ চলায় ওই টুর্নামেন্টে মূলত দ্বিতীয় সারির দল পাঠায় বাংলাদেশ ও অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলো।
তাই মূলত প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন পারভেজ। তাকে দলে নেওয়ার আলাদা কোনো কারণ অবশ্য বলেননি হান্নান।
“পারভেজ হোসেন একটা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। এর বাইরে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। কিছু ম্যাচ খেলেছে তবে সেটা ভিন্ন টুর্নামেন্ট ছিল। তো ওপেনিংয়ে পারভেজকেও আমরা দলে অন্তর্ভুক্ত করেছি।”
সবশেষ বিপিএলে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি পারভেজ। খুলনা টাইগার্সের হয়ে ৪ ইনিংসে ৭৯ রান করেন তিনি। সংস্করণ ভিন্ন হলেও চলতি ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন তিনি।
এখন পর্যন্ত ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬২৩ রান তার। লিগের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নে বিপক্ষে ৮ চার ও ৯ ছক্কায় ১২৯ বলে ১৫১ রানের ইনিংস খেলেন ২১ বছর বয়সী ওপেনার।
পারভেজের মতোই লম্বা বিরতি দিয়ে ফিরলেন সাইফ উদ্দিন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড সফরের ত্রিদেশীয় সিরিজে সবশেষ খেলেন পেস বোলিং অলরাউন্ডার।
এরপর দলে জায়গা হারানো সাইফ উদ্দিনের সঙ্গী হয় চোট। কয়েক দফার চোটে লম্বা সময় মাঠের বাইরেই কাটে তার। সবশেষ বিপিএলে ফরচুন বরিশালের শিরোপা জয়ে বড় অবদান রেখে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি।
ওই আসরে ছয় ম্যাচ যাওয়ার পর মাঠে ফেরার অনুমতি পান সাইফ উদ্দিন। মাঝপথে যোগ দিলেও ৯ ম্যাচে ওভারপ্রতি সাত রানের কম খরচ করে দলের সর্বোচ্চ ১৫ উইকেট নেন তিনি। ব্যাট হাতে ৪ ইনিংসে ১৮৫.২৯ স্ট্রাইক রেটে করেন ৬৩ রান।
এছাড়া গত বছরের শেষ দিকে নিউ জিল্যান্ড সফরে সবশেষ খেলেছেন আফিফ ও তানভির। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তানভির।
হান্নান বললেন, সাকিব না থাকায় প্রথম তিন ম্যাচের দলে বাঁহাতি ব্যাটসম্যান আফিফকে নিয়েছেন তারা।
“আফিফ হোসেনকে আমরা দলে নিয়েছি। সাকিব যেহেতু প্রথম তিন ম্যাচে নেই তাই তাকে নেওয়া হয়েছে। দলের অন্য ব্যাটসম্যানদের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, আমি মনে করি।”
সাকিব ও মুস্তাফিজের না থাকার কারণও ব্যাখ্যা করেন হান্নান।
“সাকিব আল হাসান ৩০ তারিখ দেশে আসবেন। তিনি আমাদের কাছে ইচ্ছা প্রকাশ করেছেন যে, ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খেলতে চান। ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমরা মনে করি, সেটা ভালো হতে পারে।”
“নিজেকে প্রস্তুত করার জন্য যে সময়টা দরকার, টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক সময় সেটা থাকে না। যেটা প্রিমিয়ার লিগে খেলার মাধ্যমে হয়তো সে পেতে পারে পঞ্চাশ ওভারের ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করার মাধ্যমে।”
জিম্বাবুয়ে সিরিজ থাকায় মুস্তাফিজকে আইপিএল খেলার ছুটি দেওয়া হয়েছে আগামী ১ মে পর্যন্ত। পর দিন দেশে ফিরেবেন তিনি। তবু প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি তাকে।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য আগেই আভাস দিয়েছিলেন, শুরুর দিকে নাও খেলতে পারেন মুস্তাফিজ। এবার সেই কথাই বলেছেন হান্নান।
“মুস্তাফিজ এই স্কোয়াডে নেই। সে আসলে লম্বা সময় খেলার মধ্যে রয়েছে। বিপিএল, শ্রীলঙ্কা সিরিজ, তারপর আইপিএল খেলছে। টানা খেলার মধ্যে আছে। তার আসলে শারীরিক ও মানসিক ক্লান্তি কাটিয়ে ওঠার ব্যাপার আছে।”
“মুস্তাফিজের সঙ্গে আমাদের কথা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজের একটা পর্যায়ে সে এই ধকল কাটানোর সময়টা চেয়েছিল। তো আমরা শুরুতেই সেটা দিয়েছি। শেষ দুই ম্যাচের বিবেচনায় সে থাকবে।”
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের জন্য চট্টগ্রামে শুক্রবার থেকে তিন দিনের রুদ্ধদ্বার প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। মঙ্গলবার থেকে শুরু হবে মূল সিরিজের প্রস্তুতি।
পাঁচ ম্যাচের এই সিরিজ খেলতে রোববার বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভির ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন।
নতুন মুখ: তানজিদ হাসান
দলে ফিরলেন: পারভেজ হোসেন, সাইফ উদ্দিন, তানভির ইসলাম, আফিফ হোসেন
চোটের কারণে নেই: সৌম্য সরকার, আলিস আল ইসলাম
বিশ্রামের কারণে নেই: মুস্তাফিজুর রহমান
বাদ পড়লেন: এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম