বুড়ো বয়সেও আমরা ভালো ক্যাচ নিতে পারি: মুশফিক
ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2018 11:38 AM BdST Updated: 27 Sep 2018 03:15 PM BdST
মাশরাফি বিন মুর্তজার ক্যাচ নিয়ে ঘোর কাটছে না অনেকেরই। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার ম্যাচে দারুণ ছিল মুশফিকুর রহিমের ক্যাচটিও। ব্যাটে-বলে পারফরম্যান্স তো আছেই, ক্যাচিংয়েও সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স মুগ্ধতা জাগানিয়া। মুশফিকুর রহিম মজা করে বলছেন, বুড়ো বয়সেও তারা ভালো ক্যাচ নিতে পারছেন!
Related Stories
পাকিস্তানকে ৩৭ রানে হারানো ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট মাশরাফির ক্যাচ। শর্ট মিড উইকেটে অসাধারণ ক্যাচ নিয়ে ফিরিয়েছেন মূল বাধা শোয়েব মালিককে। ৬৭ রানের জুটি ভাঙার পর ম্যাচে ফেরে বাংলাদেশ।
মালিকের ক্যাচের আগে মুশফিক নিয়েছিলেন সরফরাজ আহমেদের ক্যাচ। মুস্তাফিজের বলে বেশ জোরে ব্যাট চালিয়েছেন সরফরাজ, ব্যাটের কানায় লেগে বল যায় পেছনে। মুশফিকের নাগালের খুব বাইরে ছিল না বলটি, তবে গতি ছিল অনেক। মুশফিক দুহাতে জমিয়ে নেন দারুণ ক্ষিপ্রতায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উঠল মাশরাফির ক্যাচটির প্রসঙ্গ। যদিও মুশফিকের এমন কোনো বয়স হয়নি, ৩৫ ছুঁইছুঁই মাশরাফির চেয়ে বছর চারেকের ছোট তিনি। তবু নিজের ক্যাচটিকেও টেনে এনে কৌতুক করে জানালেন, তারা দুজনই খুশি।
“এটা অনেক বড় উইকেট ছিল। শোয়েব ওদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ধারাবাহিক ক্রিকেটার। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তাকে বড় ইনিংস খেলতে দেইনি। আর বুড়ো বয়সেও একটি-দুটি ভালো ক্যাচ ধরার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেদিক থেকে খুবই খুশি। মাশরাফি ভাইও খুশি, আমিও খুশি।”
আবু ধাবিতে এদিন ১২ রানে ৩ উইকেট হারানো দলকে উদ্ধার করে ম্যান অব দা ম্যাচ হয়েছেন মুশফিক। তার ৯৯ রানের ইনিংস আর মোহাম্মদ মিঠুনের সঙ্গে ১৪৪ রানের জুটিতেই ২৩৯ পর্যন্ত যেতে পারে দল। যদিও এই স্কোরে জেতা যাবে, এমন বিশ্বাস ছিল না মুশফিকের।
“সত্যি বলতে, আমার মনে হয়েছিল ২৩৯ যথেষ্ট নয়। আমি ওই সময় আউট হয়ে বেশ হতাশ ছিলাম। কারণ উইকেট দেখে আমার মনে হয়েছিল, ২৬০ রান লড়াকু স্কোর। সেটা করতে হলে আমার টিকে থাকতে হতো। কিন্তু বোলাররা দারুণ করেছে।”
“এই রান ডিফেন্ড করতে হলে শুরুতে উইকেট দরকার ছিল। মুস্তাফিজ যা করেছে, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। মাশরাফি ভাইয়ের ক্যাচটি ছিল অসাধারণ। কারণ আমরা জানতাম ওদের ব্যাটিংয়ে শোয়েব মালিকই আমাদের মূল হুমকি। দু-একটি সুযোগ হাতছাড়া করলেও ফিল্ডিং সব মিলিয়ে ছিল দারুণ।
-
বর্ণবাদ রুখতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টিতে বিশেষ ব্যবস্থা
-
‘অপরাজেয় অনুভব করছে বেয়ারস্টো’
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’