দলের সবার ভিসা হয়ে গেলেও বাঁহাতি এই পেসার এখনও আয়ারল্যান্ডের ভিসা পাননি।
Published : 08 May 2024, 10:11 AM
বুধবার সকালের দিকে আয়ারল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা পাকিস্তান দলের। কিন্তু মোহাম্মদ আমির রয়ে গেছেন দেশেই। বাঁহাতি এই পেসার যে ভিসাই পাননি এখনও! ছোট্ট এই সিরিজে তার অংশগ্রহণ এখন পড়ে গেছে ঘোর অনিশ্চয়তায়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, দলের সবার সঙ্গেই আমিরের ভিসার আবেদন করা হয়েছিল। সফরের আগের দিন অন্যরা ভিসা পেয়ে গেলেও পাননি আমির পাননি।
কোচিং স্টাফের মোহাম্মদ ইউসুফের ভিসা পেতেও দেরি হয় কিছুটা। তবে ভ্রমণ শুরুর একটু আগে তিনি ভিসা পেয়ে যান। কিন্তু আমিরের ব্যাপারে কিছু জানা যায়নি।
উল্লেখ্য যে, স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ইংল্যান্ডে জেলে যেতে হয়েছিল আমিরকে। তবে ৩২ বছর বয়সী এই পেসার পরে ইংল্যান্ডের স্থায়ী বাসিন্দাও হয়েছেন।
আমিরের ভিসা নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করছে পিসিবি। বোর্ডের এক কর্মকর্তা ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ভিসা নিশ্চিত করার দায়িত্বটি আয়োজক বোর্ডেরই।
আমির আগেও আয়ারল্যান্ডে খেলেছেন। তবে এবার পাকিস্তানের সফর খুবই ছোট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা পাঁচ দিনের মধ্যে। সিরিজ শুরু শুক্রবার। আমিরের খেলা নিয়ে সংশয়টা তাই প্রবলভাবেই থাকছে।
আয়ারল্যান্ড সফর শেষে ইংল্যান্ড সফরে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।