মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্যের বাসভবনে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছেন একদল নারী শিক্ষার্থী।
Published : 12 Jan 2025, 08:57 PM
ছাত্রীদের আবাসনসংক্রান্ত ‘অমীমাংসিত’ দাবি-দাওয়া আদায়ে 'ভিসির বাংলোয় ঠাঁই চাই’ কর্মসূচি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।
রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, আগামী ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শামসুন্নাহার হলের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু।
তিনি বলেন, “সবশেষ আলোচনায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে, অমীমাংসিত দাবিগুলোর ব্যাপারে প্রশাসন আন্তরিক নয়।
“এমন পরিস্থিতিতে দাবি না মানা পর্যন্ত উপাচার্যের বাসভবনে 'ভিসির বাংলোয় ঠাঁই চাই' কর্মসূচি চলবে।”
ইমু বলেন, “প্রায় ১৯ হাজার নারী শিক্ষার্থীর জন্য হল রয়েছে পাঁচটি। এসব হলে মাত্র চার হাজার আসন রয়েছে, যেগুলোয় আট হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন।
“এছাড়া পাঁচটির মধ্যে তিনটি হলের অবস্থানই মূল ক্যাম্পাসের বাইরে। ফলে ক্যাম্পাসে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হয়। নিরাপত্তাহীনতার বিষয়ও আছে।”
ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে ২০২৪ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বরেও আন্দোলন নামেন শিক্ষার্থীরা।
এছাড়া একই দাবিতে ৬ জানুয়ারি উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন ছাত্রীরা।
রোববারের সংবাদ সম্মেলনে ইমু বলেন, “গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আবাসন ব্যবস্থাসহ ছাত্রীদের ৭ দফা নিয়ে সর্বশেষ মতবিনিময় হয়। সেখানে আমাদের কিছু দাবি পূরণের আশ্বাস পেলেও কিছু দাবি অমীমাংসিত রয়ে গেছে।”
অমীমাংসিত দাবিগুলো সম্পর্কে সংবাদ সম্মেলনে বলা হয়, ভবন ভাড়া করে ছাত্রীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।
গণরুম বিলুপ্তির দাবি উপেক্ষার পাশাপাশি নতুন হল মূল ক্যাম্পাসে নির্মাণের নিশ্চয়তাও বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয়নি বলে দাবি শিক্ষার্থীদের।
তারা বলছেন, আর্থিক সাহায্য দেওয়ার কথা। কিন্তু কতজন, কত টাকা করে এবং কবে থেকে পাবেন, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। প্রকাশ পায়নি বৃত্তি দেওয়ার বিজ্ঞপ্তিও।