অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন ফ্যাশন গবেষক নুসরাত জাহান নিপা।
Published : 21 Jan 2025, 09:14 PM
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আয়োজনে ‘এসো সুতোর কাব্য গাথি ধ্রুপদী ফোঁড়ে’ শীষর্ক এক অনুষ্ঠান হয়েছে।
সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’র লাবণ্য ও অমিত চরিত্র, নজরুলের প্রমিলা দেবী, শরৎ চন্দ্রের ‘পরীণিতা’ উপন্যাসের শেখর ও ললিতা এবং সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ চলচ্চিত্রের অপু ও অপর্ণার কিছু সংলাপ, সুনীল গঙ্গপাধ্যায়ের ‘হঠাৎ নীরার জন্য’ কবিতা ও নীরা চরিত্র, জীবনানন্দ দাসের বনলতা সেনসহ নজরুলের আলগা করগো খোঁপার বাঁধন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয় এ আসরে।
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন ফ্যাশন গবেষক নুসরাত জাহান নিপা। এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন ডিজাইনার স্বর্ণালী, মেহেরিন, শক্তি ভৌমিক ও রেজোয়ানা।
পরিবেশনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগ, নৃত্য বিভাগ, কলা অনুষদসহ চলচ্চিত্র ও সাহিত্যের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
নুসরাত জাহান নিপা বলেন, “তরুণ প্রজন্মের মধ্যে শিল্প সাহিত্যের আলোড়ন সৃষ্টি করা ও মানবিক বোধ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কারণ শুধুমাত্র গল্প, উপন্যাস, সিনেমা এবং সাহিত্যই পারে একটি সংস্কৃতির সময়কে তুলে ধরতে।”
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, “দেশের শিল্প-সাহিত্যের পাশাপাশি পোশাক শিল্পের উন্নয়ন ও ঐতিহ্যের ধারক তাঁত শিল্প রক্ষায় এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”