Published : 05 Jan 2023, 09:40 PM
বুয়েটছাত্র ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে র্যাব-পুলিশ দাবি করলেও তা এখনও মেনে নিতে পারছেন না তার বাবা কাজী নুরউদ্দিন রানা।
তিনি বলছেন, তার ছেলে পরিকল্পিত হত্যাকাণ্ডেরই শিকার। তদন্তকারীরা তাকে ‘আষাঢ়ে গল্প’ শোনাচ্ছেন।
ফারদিনের লাশ উদ্ধারের পর নূরউদ্দিন যে হত্যামামলা করেছিলেন, সেই মামলায় গ্রেপ্তার ফারদিনের বন্ধু আমাতুল্লাহ বুশরার জামিন আবেদনের শুনানির দিনে তিনি ঢাকার আদালতে হাজির ছিলেন, কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুশরার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। রোববার আদেশের জন্য আবেদনটি রেখেছেন ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার।
আসামির তালিকায় শুধু বুশরার নাম উল্লেখ করে মামলাটি করেন ফারদিনের বাবা।
এই তরুণীর প্রসঙ্গে নুরউদ্দিন রানা বলেন, “বুশরা আমার ছেলেকে হত্যা করেননি। তিনি হত্যার ইন্ধনদাতা। বুশরা পরিকল্পনা করেছেন আমার ছেলেকে হত্যা করার।”
ফারদিনের মৃত্যু: বুশরার জামিন শুনানি শেষে আদেশের অপেক্ষা
ফারদিন নিখোঁজ হওয়ার আগে সর্বশেষ বুশরার সঙ্গে তার থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “বুশরাকে রাত ১০টায় আমার ছেলে নামিয়ে দেয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।”
বুয়েটের পুরকৌশলের তৃতীয় বর্ষের ছাত্র ফারদিন (২৪) পরিবারের সঙ্গে থা্কতেন ঢাকার ডেমরার কোনাপাড়ায়।
গত ৪ নভেম্বর দুপুরে বাসা থেকে বেরিয়েছিলেন তিনি; বলে গিয়েছিলেন, পরদিন তার পরীক্ষা রয়েছে বলে রাতে বুয়েটের হলেই থাকবেন। পরীক্ষা দিয়ে বাসায় ফিরবেন।
সেই রাতে ৪ স্থানে ঘোরেন ফারদিন, যাত্রাবাড়ী থেকে ওঠেন লেগুনায়: ডিবি
কিন্তু পরদিন পরীক্ষায় তার অনুপস্থিত থাকার খবর জেনে খোঁজাখুজি করেও ছেলেকে না পেয়ে থানায় জিডি করেন ফারদিনের বাবা। তিন দিন পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড়ে তার লাশ পাওয়ার পর ময়নাতদন্তকারী চিকিৎসক হত্যার সন্দেহের কথা জানান। তখন নুরউদ্দিন রানা করেন হত্যামামলা।
হত্যামামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং ছায়া তদন্তে থাকা র্যাব ৪০ দিন পর জানায়, নিখোঁজ হওয়ার দিন ভোররাতে ডেমরার সুলতানা কামাল সেতু থেকে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন ফারদিন।
ডিবি বলছে, পরীক্ষার ফল খারাপ হওয়া এবং বিদেশ যেতে অর্থ জোগাড় করতে না পারার হতাশা থেকে এই তরুণ আত্মহননের পথ বেছে নেন।
ফারদিন খুন হননি, আত্মহত্যা: ডিবি-র্যাব
‘আত্মহত্যা’ মানতে নারাজ ফারদিনের বাবা; বললেন, ‘গল্প শুনতে হল’
ফারদিনের সহপাঠিরা তা মেনে নিলেও তার বাবা তখনও আত্মহত্যা মানতে নারাজ ছিলেন। তিনি বৃহস্পতিবারও আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের একই কথা বলেন।
বুয়েটে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফারদিনের সরব থাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আবরার হত্যা মামলা আলোড়ন তুলেছিল। এ হত্যাকাণ্ডটি শাসক দলের ছাত্র সংগঠন সংঘটিত করে। যে মামলার রায় হয়ে গেছে, পানিশমেন্ট এখনও কার্যকর হয় নাই। আমার ছেলেটা এখানে লাউড ছিল।”
তাহলে কি আবরার হত্যামামলার আসামিদের কাউকে দায়ী করছেন কি না- এমন প্রশ্নে ফারদিনের বাবা বলেন, “তাদের সম্পৃক্ততা থাকতে পারে।
“যে ভয়েসটা রেইজ করা হয়েছিল, তার অ্যান্টি ভয়েস রেইজ না করলে তো তারা রাজনীতিতে ফিরেই আসতে পারতেছে না। তাদের ফিরে আসার জন্য তো শিক্ষা দিতে হবে। তারা তো ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত।”
নিজের ধারণার কথা বললেও তার কোনো প্রামাণ্য তথ্য নেই নূরউদ্দিন রানার কাছে।
তিনি বলেন, “আমরা তো ধারণা থেকে বলতে পারি, আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য-উপাত্ত নিয়ে আদালতে পুট আপ করে ক্লিয়ার করতে হবে।”
ডিবি ও র্যাবের তদন্ত নিয়ে ফারদিনের বাবা বলেন, “বর্তমান তদন্ত সংস্থা যেসব কথা বলছে তা আষাঢ়ে গল্প। ছায়া তদন্তকারী সংস্থার কাজ তো থাকবে নীরবে-নিভৃতে, ছায়া তদন্তকারীরা কেন ভোকাল হল?
“ফাইন্ড আউট করার ক্যাপাসিটি নিশ্চয়ই তদন্ত কতৃর্পক্ষের আছে। আর যতই ক্যাপাসিটি থাকুক, তাদের যদি ম্যোরাল ক্যাপাসিটি না থাকে, তবে ন্যায় দেওয়া যাবে না।”
তিনি জানান, এখন মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন ডিবি পরিদর্শক ইয়াসিন শিকদার।
ফারদিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ছিলেন বুশরার সঙ্গে। রাতে বুশরার সঙ্গে রামপুরা পর্যন্ত এসেছিলেন তিনি। এরপর ওই রাতে তিনি সদরঘাট, গুলিস্তান ঘুরে যাত্রাবাড়ী থেকে তারাবর লেগুনাতে উঠেছিলেন বলে বিভিন্ন সিসি ক্যামেরা ও মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পেরেছে র্যাব ও ডিবি। তারা বলছে, এরপর তারাবর আগে সুলতানা কামাল সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তিনি।
ফারদিনের বাবা বলেন, “পাঁচ ঘণ্টার ভিডিও ফুটেজ বা সিসিটিভি থেকে বের হয় নাই যে সে সারাদিন মুভমেন্ট করে বেরিয়েছে। সে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার।
“যার সঙ্গে আগের দিন সে পাঁচ ঘণ্টা কাটিয়েছিল, তাকে প্রাইম সাসপেক্ট ধরে তাকে আমি অভিযুক্ত করেছি এবং আরও অজ্ঞাতনামাদের। একটি মেয়ে মানুষ কিল করেনি, কিন্তু গ্রাউন্ড তৈরি করে দিয়েছে। সেই প্রেক্ষিতে তাকে অপহরণ করা হয়েছে বা গুম করা হয়েছে।”
তদন্তে পাওয়া তথ্য জানালেও এখনও প্রতিবেদন দেয়নি ডিবি। তবে তা দিলে আদালতে নারাজি দেবেন বলে জানান মামলার বাদী নুরউদ্দিন রানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি আত্মহত্যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়, তবে তার বিরুদ্ধে আমি অবশ্যই নারাজি আবেদন করব।”