যাত্রাবাড়ীতে যুবলীগের সভায় ‘ককটেল বিস্ফোরণে’ আহত ২

সনি টাওয়ারের সামনে মতবিনিময় সভা চলাকালে বিস্ফোরণের সময় ওই স্থান দিয়ে ছাত্রদলের একটি মিছিল যাচ্ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2022, 06:04 PM
Updated : 18 Nov 2022, 06:04 PM

ঢাকার যাত্রাবাড়ীতে যুবলীগের একটি সভায় 'ককটেল বিস্ফোরণের' পর মারামারির ঘটনাও ঘটে, যাতে দুইজন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে এসময় তিনজনকে আটকের কথাও জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে বলে জানান যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি জানান, রাতে সেখানে যুবলীগের সমাবেশ চলছিল। এসময় সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটলে দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “সমাবেশ চলাকালে ওই স্থান দিয়ে ছাত্রদলের একটি মিছিল যাচ্ছিল। আমাদের ধারণা ছাত্রদলের মিছিল থেকেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।"

বিস্ফোরণের পরপর সভায় হামলা করা হয় জানিয়ে তিনি বলেন, এসময় মঞ্চ ভাঙচুরের ঘটনাও ঘটে। উভয় পক্ষ মারামারিতেও জড়ায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।“

এ ঘটনায় আহত শামীম আহমেদ (৪৪) নামে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, যাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয় বলে জানান পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

শামীম সাংবাদিকদের জানান, তাদের একটি মতবিনিময় সভা চলছিল। এসময় হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়।

তার দাবি, পাশ দিয়ে ছাত্রদলের একটি মিছিল যাওয়ার সময় তাদের ওপর এই হামলা হয়।

আহত শামীম যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডে যুবলীগের সহ সভাপতি। তিনি ওই ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানান তার ভাগ্নে জাহিদ হাসান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সাংবাদিকদের জানান, ওই ঘটনায় আহত আরেকজনকে স্থানীয় অন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার সময়কার বর্ণনা দিয়ে জাহিদ জানান, রাতে সনি টাওয়ারের সামনে যুবলীগের মতবিনিয় সভা চলছিল। তার মামার বক্তব্য দেওয়ার সময় হঠাৎ সেখানে একটি ককটেলের বিস্ফোরণ হয়। এতে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারের কিছু অংশ শামীমের পায়ে আঘাত করে।

ওই সময় ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে যাচ্ছিল জানিয়ে তিনি বলেন, বিস্ফোরণের পর ছাত্রদলের কর্মীদের সঙ্গে মারামারির ঘটনাও ঘটে।

জাহিদ জানান, ছাত্রদলের কর্মীদের লাঠির আঘাতে কোমরের উপরের অংশেও আঘাত পান শামীম।

তারও দাবি, ছাত্রদলের লোকজনই ককটেল ফাটিয়েছেন।