বৃহস্পতিবার কয়েকজন আসামির পক্ষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানির দিন থাকায় বিচারক অভিযোগ গ্রহণ করে বিচারের জন্য প্রস্তুত করতে পারেননি।
Published : 15 Jun 2023, 06:30 PM
ঢাকার মতিঝিলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে জমা পড়ার পর তার গ্রহণযোগ্যতার শুনানি নিয়ে আদেশের জন্য আগামী ১৯ জুন ঠিক করা হয়েছে।
বৃহস্পতিবার মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ছিল; কিন্তু কয়েকজন আসামির জামিন আবেদনে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে শুনানির দিন থাকায় বিচারক রাজেশ চৌধুরী অভিযোগ গ্রহণ করে বিচারের জন্য প্রস্তুত করতে পারেননি।
সংশ্লিষ্ট আদালত পুলিশের উপপরির্দশক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগপত্র গ্রহণের পর অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে বিচারের জন্য তৈরি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের মাধ্যমে মহানগর দায়রা জজ আদালতে পৌঁছে দেবেন।
গত ৫ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। এতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তাদের মধ্যে এক্সএল সোহেল নামে এক সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করতে না পারায় তাকে অভিযোগপত্রে রাখা হয়নি। বাকি ৩৩ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ মনসুর, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য কাইল্যা পলাশ, একই ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ‘ঘাতক’ সোহেল, সুমন শিকদার মুসা, তার ভাগ্নে সৈকত, ভাতিজা শিকদার আকাশ, ইমরান হোসেন জিতু, মোল্লা শামীম, রাকিব, বিডি বাবু, ওমর ফারুক, ‘কিলার’ নাসির, রিফাত, ইশতিয়াক হোসেন জিতু, মাহবুবুর রহমান টিটু, হাফিজ, মাসুম ও রানা মোল্লা।
টিপু হত্যার অভিযোগপত্রে আওয়ামী লীগ, যুবলীগ নেতাসহ ৩৩ জন আসামি
এদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ২৪ জন; আর মুসা, শুটার আকাশ ও নাসির উদ্দিন মানিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২০২২ সালের ২৪ মার্চ রাতে খিলগাঁও রেলগেইটের কাছে আক্রান্ত হয় টিপুর গাড়ি। মোটর সাইকেলে আসা এক ব্যক্তি যানজটে আটকে পড়া টিপুর গাড়ির কাছে এসে তাকে গুলি করে। হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে সে সময় গাড়ির পাশে রিকশার আরোহী কলেজছাত্রী প্রীতিও মারা যান।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই টিপুর স্ত্রী স্থানীয় নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।
পুরনো খবর
টিপু হত্যা: তিন দফা রিমান্ডের পর মুসার জবানবন্দি
টিপু হত্যা: ওমানে গ্রেপ্তার মুসাকে আনা হল দেশে
আধিপত্য আর প্রতিশোধ: টিপু খুনে ঢাকা-দুবাই সংযোগ
টিপু খুন হন স্থানীয় আওয়ামী লীগ নেতার পরিকল্পনায়: র্যাব
‘নাটের গুরুরা’ দলের নেতা বলেই কি? ক্ষোভ টিপুর স্ত্রীর
টিপুকে খুন করতে ‘ভাড়া করা হয়’ আকাশকে, বলছে পুলিশ