ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী।
Published : 04 Apr 2023, 07:35 PM
বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা এবং ক্ষয়ক্ষতি নিরূপণে আট সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরে এক দপ্তর আদেশে জানানো হয়, ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে আছেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ৫ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর, প্রধান রাজস্ব কর্মকর্তা, সম্পত্তি কর্মকর্তা, ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, ডিএসসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা।
চিঠিতে বলা হয়, কমিটি আগামী তিন দিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রতিবেদন দেবে।
আগুনে ক্ষতিগ্রস্তদের ব্যবসায় ফেরাতে দরকার ৭০০ কোটি টাকা: হেলাল উদ্দিন
আগুনে ক্ষতি নিরূপণ করে ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যববসায়ীদের ক্ষতি নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”
মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিস মিনিট দুইয়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেলেও বাতাসের মধ্যে ঘিঞ্জি ওই মার্কেটের আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরে ছাই। ক্ষতিগ্রস্ত হয় পাশের আরও কিছু ভবন।