সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের পর থেকেই তার হদিস মিলছিল না।
Published : 09 Mar 2023, 03:02 PM
পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানের তৃতীয় দিনে যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি দুর্ঘটনার পর থেকে নিখোঁজ থাকা মেহেদী হাসান স্বপনের বলে তার স্বজনরা জানিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে স্বপনের লাশ শনাক্ত করার কথা জানান তার বড় ভাই তানভীর হাসান সোহাগ।
সিদ্দিক বাজারের ক্যাফে কুইন ভবনের আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ সেনেটারি নামে একটি দোকানের ম্যানেজার ছিলেন ৩৮ বছর বয়সী স্বপন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পশ্চিম এনায়েতপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। রামপুরা টিভি সেন্টার এলাকায় স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে তিনি থাকতেন।
মঙ্গলবার বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন স্বপন। তাকে হাসপাতালে বা মর্গে খুঁজে না পেয়ে স্বজনদের বিশ্বাস ছিল, বেজমেন্টে খুঁজলেই তাকে পাওয়া যাবে, কারণ ঘটনার সময় তিনি সেখানেই ছিলেন।
বৃহস্পতিবার উদ্ধার অভিযানের তৃতীয় দিনে ফায়ার সার্ভিস কর্মীরা স্বপনের সন্ধানে তল্লাশি শুরু করেন। বেলা সোয়া ১২টার দিকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তাতে মৃতের সংখ্যা দাঁড়ায় ২১ জনে।
মঙ্গলবার বিস্ফোরণের ঘটনার পর মোট ১৭ জনর লাশ উদ্ধার করা হয়েছিল। বুধবার অভিযানের দ্বিতীয় দিনে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় দুটি লাশ। রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়। আর উদ্ধার অভিযানের তৃতীয় দিনে মিলল আরো একজনের লাশ।
বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ২৭ জন।
আরও পড়ুন-
সিদ্দিক বাজারের ভবনে আরেক লাশ, মৃত্যু বেড়ে ২১
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: নিখোঁজ স্বপনের খোঁজে ফায়ার সার্ভিস
চুড়িহাট্টা থেকে সিদ্দিক বাজার: ঝুঁকি জেনেও উদাসীন সবাই