“আজও ভবনের নিচে প্রচুর পানি জমে থাকায় সেই পানি সেচে তারপর উদ্ধারকাজ শুরু করা হয়েছে৷”
Published : 09 Mar 2023, 11:01 AM
ঢাকার সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ মেহেদী হাসান স্বপনের মরদেহের সন্ধানে তৃতীয় দিনের মত উদ্ধার কাজ শুরু করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ভবনে দিনের তল্লাশি অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তারা কোনো ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে পারছেন না, কংক্রিটের আবর্জনাও সরিয়ে বেজমেন্টেও নামতে পারছেন না।
ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক বলেন, “মেহেদী হাসান স্বপন নামে একজনের স্বজনদের দাবি, ভবনের নিচে তার মরদেহ রয়েছে৷ আমরা অভিযান শুরু করেছি৷ আজও ভবনের নিচে প্রচুর পানি জমে থাকায় সেই পানি সেচে তারপর উদ্ধারকাজ শুরু করা হয়েছে৷”
৩৮ বছর বয়সী স্বপন ক্যাফে কুইন ভবনের বেজমেন্টে বাংলাদেশ স্যানিটারি নামের একটি দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে।
চুড়িহাট্টা থেকে সিদ্দিক বাজার: ঝুঁকি জেনেও উদাসীন সবাই
সিদ্দিক বাজারে বিস্ফোরণ: আহত একজনের মৃত্যুতে মৃত্যু বেড়ে ২০
সিদ্দিক বাজারের ভবনটির এখন কী হবে?
স্বপনের চাচাতো ভাই ইত্তেহাদ লিংকন বলেন, “আমরা ঢাকার সব হাসপাতালে, মর্গে খুঁজেছি কোথাও পাইনি৷ আমরা নিশ্চিত স্বপন এখানেই আছে৷ ঘটনার সময় উনি এই ভবনেই ছিলেন৷”
মঙ্গলবার বিকালে নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে ওই সাত তলা ভবনে বিস্ফোরণ ঘটলে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশে। বিকট আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এপর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে আর এখন হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন। তাদের মধ্যে ৮ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রয়েছেন।