সিদ্দিক বাজারের ভবনে আরেক লাশ, মৃত্যু বেড়ে ২১

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্যাফে কুইন ভবনে তৃতীয় দিনের মত উদ্ধার অভিযান চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 06:45 AM
Updated : 9 March 2023, 06:45 AM

পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্যাফে কুইন ভবন থেকে আরও একটি মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জনে।

বৃহস্পতিবার সকালে ওই ভবনে তৃতীয় দিনের মত উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। বেলা সোয়া ১২টার টিকে আরেকটি মরদেহ পাওয়ার পর সেটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক।

এর আগে তিনি জানিয়েছিলেন, ওই ভবনের বেজমেন্টে বাংলাদেশ স্যানিটারি নামের একটি দোকানের কর্মী মেহেদী হাসান স্বপনের খোঁজে তল্লাশি করছিলেন তারা। উদ্ধার করা লাশটি স্বপনের কি না, তা জানা যাবে মর্গে স্বজনরা মরদেহ শনাক্ত করার পর। 

মঙ্গলবার সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামে পরিচিত ওই ভবনে বিস্ফোরণের পর মোট ১৭ জনর লাশ উদ্ধার করা হয়।

বুধবার অভিযানের দ্বিতীয় দিনে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় দুটি লাশ। আর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়।

নিহত ওই ২০জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন।

বিস্ফোরণে আহত ২৭ জন এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আটজনের অবস্থাও ভালো নয়।

পুরনো খবর

Also Read: সিদ্দিকবাজারে বিস্ফোরণ: নিখোঁজ স্বপনের খোঁজে ফায়ার সার্ভিস

Also Read: চুড়িহাট্টা থেকে সিদ্দিক বাজার: ঝুঁকি জেনেও উদাসীন সবাই

Also Read: সিদ্দিক বাজারে বিস্ফোরণ: আহত একজনের মৃত্যুতে মৃত্যু বেড়ে ২০

Also Read: সিদ্দিক বাজারের ভবনটির এখন কী হবে?