মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ১৪১ জন আপিল করেছেন।
Published : 07 Dec 2023, 12:21 AM
ছয় মাসের বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা তিন শতাধিক ওসি এবং এক বছর দায়িত্বে থাকা শতাধিক ইউএনওর বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে এসেছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ সংক্রান্ত প্রস্তাব পাওয়ার তথ্য দিয়ে সাংবাদিকদের বলেছেন, অনুমোদনের জন্য কমিশন সভায় উপস্থাপনের পর সিদ্ধান্ত জানানো হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগে থেকে এসব প্রস্তাব পাঠানো হয়।
ইতোমধ্যে প্রথম ধাপে ৪৭ জন ইউএনওকে বদলি করা হয়েছে।
দেশে বর্তমানে থানা রয়েছে ৬৩৬টি। নির্বাচন কমিশনের নির্দেশনার পর এসব থানায় কে কতদিন ধরে দায়িত্ব পালন করছেন তার একটি তালিকা সব মহানগর এবং পুলিশের বিভিন্ন রেঞ্জের কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।
পুলিশ সদর দপ্তরে এআইজি (মিডিয়া) এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর জানান, ছয় মাসের বেশি সময় ধরে একই থানায় আছেন এমন ওসির সংখ্যা প্রাথমিক হিসাবে ৩২৬ জনের মতো।
নিবন্ধন পেল আরও ২৯ সংস্থা
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে ২৯ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক এ তথ্য জানান।
এর আগে প্রথম ধাপে ৬৭টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। সব মিলিয়ে পর্যবেক্ষণ করার লক্ষ্যে দুই ধাপে মোট ৯৬টি দেশি সংস্থা নিবন্ধন পেল।
ইসিতে আপিল আরও ১৪১ জনের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হওয়ার পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ১৪১ জন আপিল আবেদন করেছেন। এ নিয়ে মোট আপিলের সংখ্যা দাঁড়াল ১৮৩টি।
ইসির জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. শরিফুল আলম জানান, বুধবার ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লার ১৬ জন, চট্টগ্রামের নয়জন, ফরিদপুরের ছয়জন, সিলেটের চারজন, ময়মনসিংহের ১৯ জন, বরিশালের ছয়জন, খুলনার ১৮ জন, রাজশাহীর ২৬ জন ও রংপুর অঞ্চলের ১৪ জন আপিল আবেদন করেছেন। এরমধ্যে মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে ৩টি আপিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
আরও পড়ুন:
নির্বাচন: প্রথম ধাপে ৪৭ ইউএনও বদলি
ভোটের আগে বদলাচ্ছে দেশের অর্ধেক থানার ওসি
পর্যবেক্ষক সংস্থা: দ্বিতীয় ধাপে নিবন্ধন পাচ্ছে ২৯টি সংস্থা
১% ভোটারের স্বাক্ষর তালিকার হেরফেরে বাদ অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী