সাদিক আবদুল্লাহর হলফনামায় সম্পদ বিবরণীতে ‘অসত্য তথ্য’ রয়েছে বলে দাবি করছেন নৌকার প্রার্থী জাহিদ ফারুক।
Published : 06 Dec 2023, 03:04 PM
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিলের দাবিতে আপিল করেছেন ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীম।
হলফনামায় সম্পদ বিবরণীতে অসত্য দেওয়ার অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনে ওই আবেদন করেন ফারুকের মনোনয়নপত্রের সমর্থনকারী কে বি এস আহমেদ।
জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হলফনামায় অসত্য তথ্য দেওয়ার পরও রিটার্নিং অফিসার স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র ও বৈধ ঘোষণা করেছে। আমরা বিষয়টি তখন নজর এনেছিলাম। সেখানে বিষয়টি আমলে না নেওয়ায় ইসিতে আপিল করা হয়েছে।”
নির্বাচন কমিশন আপিল শুনানি করে ‘সঠিক রায়’ দেবেন বলে আশা করেন তিনি।
বরিশাল-৫ আসনের বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক। অপরদিকে সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের সদ্যবিদায়ী মেয়র। এ দুজনসহ আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জাহিদ ও সাদিকের অনুসারীদের মধ্যে বিরোধ বরিশাল নগরীর রাজনীতিতে একটি প্রকাশ্য বিষয়। ২০২১ সালের অগাস্টে বরিশাল উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের পোস্টার রাতের বেলায় ছেড়াকে কেন্দ্র করে তৎকালীন ইউএনও মুনিবুর রহমানের সঙ্গে মেয়র সাদিক আব্দুল্লাহর দ্বন্দ্ব হয়। ওই সময় ছাত্র ও যুবলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনাও ঘটে।
এ বছর সিটি করপোরেশন নির্বাচনে নানা কারণে বিতর্কিত সাদিক আদুল্লাহর বদলে তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। খোকনই ভোটে জিতে মেয়র নির্বাচিত হন।
মেয়র পদে মনোনয়ন না পেয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাবশালী নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ ছেলে সাদিক আদুল্লাহ সংসদ সদস্য পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু এবারও তাকে বিমুখ হতে হয়, আগের এমপি জাহিদ ফারুক শামীমের ওপরই আস্থা রাখে আওয়ামী লীগ। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাদিক।
যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তাদের দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই নির্বাচন কমিশনে আপিল করেছেন জাহিদ ফারুক শামীম।