বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের আগের রাতে ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে রাইদা পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
পরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে এক বার্তায় জানান ফায়ার সার্ভিস কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।
সরকার পতনের এক দফা দাবিতে টানা আন্দোলনে থাকা বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বুধবার থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে। মঙ্গলবার বিরতির আগে রবি ও সোমবার হরতাল কর্মসূচিও পালন করে দলটি।
ষষ্ঠ দফার অবরোধ শুরু হচ্ছে বুধবার সকাল ৬টা থেকে। এর আগেই ঢাকায় বাসে আগুন দেওয়ার এ খবর এল।
ফায়ার সার্ভিসের হিসাবে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।
এর মধ্যে বেশি যানবাহন পুড়েছে ঢাকা নগরীতে। জেলা হিসেবে বেশি আগুন দেওয়া হয়েছে গাজীপুরে। গত ২৪ দিনে যেসব যানবাহনে আগুন দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে বাস ১১৮টি।