তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।
Published : 03 Jul 2023, 07:23 PM
ঢাকার ফার্মগেইটে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।
সোমবার ঢাকা মহানগর হাকিম মো. জাকী আল-ফারাবী আসামি রাব্বি ও কামরুলের জবানবন্দি রেকর্ড করেন। আর মহানগর হাকিম মো. রশিদুল আলম রেকর্ড করেন আসামি লিটনের জবানবন্দি।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রাকিবুর রহমান জানান, এ দিন আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তারা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শাহ আলম।
ছিনতাইয়ে বাধা দেওয়ায় মনিরুজ্জামানকে ছুরিকাঘাত: পুলিশ
“তারা সবাই নিজেদের জড়িয়ে সবিস্তার জবানবন্দি দেন। এ সময় তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি,” বলেন রাকিবুর।
৪০ বছর বয়সী মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুরে। কোরবানির ঈদের ছুটি শেষে শনিবার ঢাকায় ফিরে কর্মস্থলে যাওয়ার সময় ফার্মগেইট এলাকায় ছুরিকাঘাতের শিকার হন।
পরে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেদিন ঠিক কী ঘটেছিল, তার একটি বিবরণ গ্রেপ্তার তিন ছিনতাইকারীর বরাতে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাস থেকে নেমে রাস্তা পার হয়ে অন্য একটি বাসের জন্য অপেক্ষা করছিলেন মনিরুজ্জামান। এ সময় তিনজন ছিনতাইকারী তার পিছু নেয়।
“একজন মনিরুজ্জামানের সামনে দাঁড়িয়ে মানিব্যাগ নিতে চায়। কিন্তু সে বাধা দেয়। পরে পেছন থেকে একজন মনিরুজ্জামানের উরুতে ছুরি মারে এবং আরো আঘাত করে মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে আরো পশ্চিমে চলে যায়।“
রাব্বি, লিটন ও কামরুলের নামে ঢাকার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদক, দস্যুতার চেষ্টা, ডাকাতির মামলা আছে বলেও জানান পুলিশের এই অতিরিক্ত কমিশনার।