অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান উপ কমিশনার আজিমুল।
Published : 02 Jul 2023, 12:02 AM
ঢাকার ফার্মগেইটে ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান হত্যার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তেজগাঁও থানার এসআই মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবারই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার আজিমুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মাসুদকে সাময়িক বরখাস্ত করেছি।”
মাসুদুর রহমান শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ওই এলাকায় টহল ডিউটিতে ছিলেন বলে তেজগাঁও থানার এক কর্মকর্তা জানিয়েছেন।
ঈদের ছুটি শেষে শনিবার ভোরে ঢাকায় ফেরেন মনিরুজ্জামান। এরপর কর্মস্থল তেজগাঁও রেল স্টেশন ট্রাফিক অফিসের যাওয়ার পথে ফার্মগেইটের সেজান পয়েন্টের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।
আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ নিয়ে স্বজনরা বিকালে বাড়ির পথে রওনা দেন।
উপ কমিশনার আজিমুল হক বলেন, “মনির হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলাসহ সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”