খুনিরা ছিনতাইকারী, নাকি পূর্ব শত্রুতার জেরে কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
Published : 01 Jul 2023, 11:52 AM
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে কর্মস্থলে যাওয়ার সময় ফার্মগেইট এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক পুলিশ কনস্টেবল।
নিহত মো. মনিরুজ্জামান (৪০) তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুরে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক জানান, ঈদের ছুটি শেষে শনিবার ভোরে ঢাকায় ফেরেন মনিরুজ্জামান।
“তেজগাঁও রেল স্টেশন ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় সেজান পয়েন্টের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।”
মনিরুজ্জামান সাধারণ পোশাকে ছিলেন। আহত অবস্থায় তিনি রাস্তায় পড়ে ছিলেন। জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজিমুল হক বলেন, খুনিরা ছিনতাইকারী, নাকি পূর্ব শত্রুতার জেরে কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মনিরুজ্জামানের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।