পুলিশ বলছে, গ্রেপ্তারদের একজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
Published : 02 Jul 2023, 02:29 PM
ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মৃত্যুর ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীতে শনিবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানান ঢাকা মহানগর (গোয়েন্দা) তেজগাঁও বিভাগের পুলিশের উপ কমিশনার মো. গোলাম সবুর।
ছিনতাইকারীদের পরিচয় প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্রেপ্তারদের একজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্যরা এর সঙ্গে জড়িত কিনা, তদন্ত করে দেখা হচ্ছে।”
‘ছিনতাইকে কেন্দ্র করে’ মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করা হয় জানিয়ে উপ কমিশনার বলেন, “এই ঘটনার সঙ্গে তিন-চারজন জড়িত ছিলেন, যারা সকলেই ছিনতাইকারী।”
মনিরুজ্জামান (৪০) তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুরে। কোরবানির ঈদের ছুটি শেষে শনিবার ঢাকায় ফিরে কর্মস্থলে যাওয়ার সময় ফার্মগেইট এলাকায় ছুরিকাঘাতের শিকার হন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক জানান, ফার্মগেইট দিয়ে মোহাম্মদপুরে তেজগাঁও ট্রাফিক অফিসে যাওয়ার সময় সেজান পয়েন্টের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল।
ঘটনার সময় মনিরুজ্জামান সাধারণ পোশাকে ছিলেন। গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিলেন তিনি। পরে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তারদের পরিচয় বা তাদের ব্যাপারে কোনো তথ্য দিতে অপরাগতা প্রকাশ করে উপ কমিশনার মো. গোলাম সবুর জানান, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ সদস্য মনিরুজ্জামানের ময়নাতদন্ত শনিবার বিকালেই সম্পন্ন হয়। পরে স্বজনরা তার লাশ গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদীর করুয়ায় নিয়ে যান।
এদিকে মনিরুজ্জামান খুন হওয়ার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তেজগাঁও থানার এসআই মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ওই এলাকায় টহল ডিউটিতে ছিলেন বলে তেজগাঁও থানার এক কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন-
ঈদের ছুটি শেষে চির ছুটিতে কনস্টেবল মনিরুজ্জামান