সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে এসব ব্যক্তিদের কাছে লিখিত ব্যাখ্যাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
Published : 05 Dec 2023, 09:30 PM
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শো-ডাউন, মিছিল, সভা-সমাবেশসহ নানা কর্মকাণ্ডে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৭৫ জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে এসব ব্যক্তিদের কাছে লিখিত ব্যাখ্যাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, “নির্বাহী ও বিচারিক হাকিমরা মাঠে রয়েছেন। তারা আচরণবিধি লঙ্ঘনের জন্য কোথাও জরিমানা, কোথাও কারণ দর্শানো নোটিস দিচ্ছেন। নির্বাচনী অনুসন্ধান কমিটি ইতোমধ্যে ৭৫ জনের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিয়েছে।”
কমিটির প্রতিবেদন ধাপে ধাপে ইসি সচিবালয়ে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
এখন সভা সমাবেশে মানা
এদিকে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে অসম্মতি দিয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং অফিসারের কাছে পাঠানো বার্তায় কমিশন বলেছেন, নির্বাচনপূর্ব সময়ে এ ধরনের সভা-সমাবেশের অনুমতি না দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে বলা হয়েছে, “এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত দিতে রিটার্নিং অফিসার নিজেই ক্ষমতাবান এবং ভবিষ্যতে এ ধরনের বিষয় নির্বাচন কমিশনে না পাঠানোর জন্য অনুরোধ করা হলো।”
এর আগে আচরণবিধি লঙ্ঘন হতে পারে এমন শঙ্কায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ উদযাপনে সম্মতি দেয়নি নির্বাচন কমিশন।
গত ১৫ নভেম্বর ইসি ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল।
এবারের সংসদ নির্বাচনে ২৯টি দলের প্রার্থী ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে ৪ ডিসেম্বর। বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে টিকে রয়েছেন ১৯৮৫ জন আর বাদ পড়েছেন ৭৪৭ জন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। এরপর থেকে নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট হবে ৭ জানুয়ারি।
১০ ডিসেম্বর আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়নি ইসি: কাদের
আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাব দিলেন এমপি শিবলী সাদিক
আচরণবিধি লঙ্ঘন: শোকজের ব্যাখ্যা দিলেন শামীম ওসমান
প্রচারণা শুরুর আগে 'মনগড়া' মন্তব্য নয়, বিশিষ্টজনদের ইসি
প্রধানমন্ত্রীও এখন ভিত্তি স্থাপন করতে পারবেন না: ইসি